জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে আবারও মুখোমুখি হলো ভারত ও পাকিস্তান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে বিজয়ের দাবি করেন। তিনি বলেন, ভারতের অপারেশন সিঁদুর ব্যর্থ হয়েছে এবং ইসলামাবাদ তাদেরকে লজ্জিত করে ফিরিয়ে দিয়েছে। তবে একই সঙ্গে তিনি ভারতের সঙ্গে যৌক্তিক ও বিস্তৃত আলোচনায় আগ্রহ প্রকাশ করেন। যুদ্ধবন্ধে মধ্যস্থতা করার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিও কৃতজ্ঞতা জানান।
এদিকে, পাকিস্তানের বক্তব্যের পাল্টা জবাবে ভারতীয় কূটনীতিবিদ পেতাল গাহলট বলেন, পোড়া বিমানঘাঁটি ও ধ্বংস হওয়া রানওয়ে যদি ‘বিজয়ের চিহ্ন’ হয়, তবে সেই জয় পাকিস্তানই ভোগ করুক। তিনি অভিযোগ করেন, পাকিস্তান সন্ত্রাসীদের রক্ষায় জাতিসংঘে ভেটো দিয়েছে।
শনিবার অধিবেশনে বক্তব্য রাখেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু আখ্যা দিয়ে বলেন, পহেলগামে এপ্রিলের হামলায় পর্যটক হত্যার পর ভারত কঠোরভাবে সন্ত্রাসীদের বিচার করেছে। তিনি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারেরও আহ্বান জানান।