এবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচি আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টার দিকে স্থগিত ঘোষণা করা হয়। আন্দোলনচলাকালীন সময়ে কাকরাইল মোড়ে অর্থ্যাৎ মৎস্য ভবন এলাকায় হঠাৎ করেই ইশরাক সমর্থকদের ২ পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইশরাক সমর্থকদের ২টি পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। এমনকি একে অপরের দিকে তেড়ে আসতে দেখা যায়। এ সময় কয়েকজনকে প্লাস্টিক জাতীয় কোন লাঠি হাতে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। পরে ২ পক্ষের সমর্থকদের থামাতে চেষ্টা করছেন এক ব্যক্তি। এ সময় এক পক্ষের এক সমর্থক অপর পক্ষের আরেক সমর্থককে বোতল ছোড়ে মারেন। এদিকে ঘটনাস্থলেই মাইকে ‘খালেদা, জিয়াসহ’ নানা স্লোগান দিতে থাকেন ইশরাক সমর্থকরা।
জানা গেছে, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৫ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে ও ভেতরে অবস্থান নেয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। চলমান আন্দোলনের মধ্যেই নগর ভবনে তালাও লাগিয়ে দেওয়া হয়। পরে বুধবার (২১ মে) থেকে মৎস্য ভবন এলাকায় অবস্থান কর্মসূচি শুরু হয় এবং বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট হাইকোর্ট খারিজ করে দেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট খারিজের আদেশ দেন।