আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে তালেবান কর্তৃপক্ষ নতুন করে নারীদের জন্য কঠোর পোশাক বিধি জারি করেছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানিয়েছে, এখন থেকে নারী রোগী, সেবিকা ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতাল বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশের জন্য বোরকা পরা বাধ্যতামূলক।
সংস্থাটির আফগানিস্তান প্রকল্প ব্যবস্থাপক সারা চাতো বলেছেন, “এই বিধিনিষেধ নারীদের জীবনে আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং তাদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত করছে। এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজনীয় নারীরাও হাসপাতালে ঢুকতে পারছেন না।” এমএসএফ জানিয়েছে, নতুন বিধি কার্যকর হওয়ার পর প্রথম কয়েক দিনে জরুরি রোগী ভর্তি ২৮ শতাংশ কমে গেছে।
তালেবান সরকারের মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে স্থানীয় নারী অধিকারকর্মীরা জানিয়েছেন, বাস্তবে হাসপাতাল, স্কুল ও সরকারি অফিসে প্রবেশের জন্য বোরকা পরা বাধ্যতামূলক।
তালেবান ১৯৯০-এর দশকে প্রথম ক্ষমতায় থাকাকালেও নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক করেছিল। ২০২১ সালে পুনরায় ক্ষমতায় আসার পর থেকে নারী অধিকার কঠোরভাবে সীমিত হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়, বেশিরভাগ কর্মক্ষেত্র এবং মাধ্যমিক শিক্ষায় নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা জাতিসংঘ “লিঙ্গভিত্তিক বর্ণবৈষম্য” হিসেবে উল্লেখ করেছে।


























