ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনী সংস্কার ও তাদের পোশাক পরিবর্তনের দাবির প্রেক্ষিতে অবশেষে নতুন পোশাক গায়ে তুলেছেন পুলিশ সদস্যরা। জুলাই গণঅভ্যুত্থানের সময় সাধারণ পুলিশ সদস্যরাও বর্তমান পোশাক পরিবর্তনের দাবি জানায়। সেই দাবি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে।
আজ ১৫ নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন। তবে জেলা পুলিশ এখনো নতুন পোশাক পায়নি; পর্যায়ক্রমে তারাও এ পোশাক পাবে।
নতুন নিয়ম অনুযায়ী মহানগর পুলিশের জন্য লোহার (আয়রন) রঙের ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট— পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌপুলিশ একই রঙের নতুন পোশাক পরবে।
ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ১৫ নভেম্বর থেকে দেশের সব মহানগরে পুলিশের নতুন পোশাক আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে, এবং পর্যায়ক্রমে পুলিশের সব সদস্য এই নতুন পোশাক পাবেন।


























