ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় ওমরাহযাত্রীর মৃত্যু: গভীর শোক জানালেন মোদি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৬৭৩ বার পড়া হয়েছে

 

সৌদি আরবের মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আরও জানান, রিয়াদে ভারতের দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বাত্মকভাবে কাজ করছে এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।

এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মদিনা ও বাদরের মধ্যবর্তী মুফরাহথ এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাংকার লরির সংঘর্ষে আগুন ধরে যায়। এতে ৪২ জন ওমরাহযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে ২০ নারী ও ১১ শিশু রয়েছে, এবং সকলেই ভারতের হায়দরাবাদ এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন কর্মকর্তারা। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও গভীর শোক প্রকাশ করে জানান, রিয়াদ দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে। জেদ্দায় ২৪ ঘণ্টা কার্যকর একটি কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।

তেলাঙ্গানা মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি দুর্ঘটনায় শোক জানিয়ে প্রধান সচিব ও ডিজিপিকে দ্রুত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। হায়দরাবাদ এমপি আসাদউদ্দিন ওয়াইসি আহতদের চিকিৎসা এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে ভারতীয় কনস্যুলেট কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীরা হাসপাতালে ও দুর্ঘটনাস্থলে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় ওমরাহযাত্রীর মৃত্যু: গভীর শোক জানালেন মোদি

আপডেট সময় ০৪:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

 

সৌদি আরবের মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আরও জানান, রিয়াদে ভারতের দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বাত্মকভাবে কাজ করছে এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।

এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মদিনা ও বাদরের মধ্যবর্তী মুফরাহথ এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাংকার লরির সংঘর্ষে আগুন ধরে যায়। এতে ৪২ জন ওমরাহযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে ২০ নারী ও ১১ শিশু রয়েছে, এবং সকলেই ভারতের হায়দরাবাদ এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন কর্মকর্তারা। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও গভীর শোক প্রকাশ করে জানান, রিয়াদ দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে। জেদ্দায় ২৪ ঘণ্টা কার্যকর একটি কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।

তেলাঙ্গানা মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি দুর্ঘটনায় শোক জানিয়ে প্রধান সচিব ও ডিজিপিকে দ্রুত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। হায়দরাবাদ এমপি আসাদউদ্দিন ওয়াইসি আহতদের চিকিৎসা এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে ভারতীয় কনস্যুলেট কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীরা হাসপাতালে ও দুর্ঘটনাস্থলে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন।