ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বচ্ছ নির্বাচন: সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের প্রতিটি থানায় সৎ, নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তাকে ওসি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য তৎপর হয়েছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ভোট প্রক্রিয়া স্বচ্ছ রাখতে অভিজ্ঞ, বিতর্কহীন ও পেশাদার কর্মকর্তাদের একটি নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

সদর দপ্তরের তথ্য অনুযায়ী, আগের তিন জাতীয় নির্বাচন—দশম, একাদশ ও দ্বাদশ—এ দায়িত্ব পালনকারী কোনো পুলিশ সদস্য বা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এবার মাঠপর্যায়ে রাখা হবে না। এতে স্বচ্ছ কর্মকর্তার ঘাটতি তৈরি হওয়ায় নতুন করে পুলিশ পরিদর্শকদের মধ্য থেকে সক্ষম ও নিরপেক্ষ কর্মকর্তাদের বাছাই শুরু হয়েছে।

১৬ নভেম্বর পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে সব ইউনিটপ্রধানকে চিঠি পাঠিয়ে জরুরি ভিত্তিতে যোগ্য পুলিশ পরিদর্শকদের নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কর্মকর্তা নির্বাচন করতে গিয়ে তাঁদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, নিয়োগ ইতিহাস, গত ১৫ বছরের পদায়নের রেকর্ড এবং স্থায়ী ঠিকানা–সবকিছু যাচাই করা হচ্ছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, প্রশিক্ষিত, সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাকেই মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়া হবে। তিনি জানান, নির্বাচনকে ঘিরে পুলিশের প্রস্তুতি এখন বড় চ্যালেঞ্জ।

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, পেশাদারিত্ব বজায় রেখে কর্মকর্তাদের সঠিক পদায়ন নিশ্চিত করা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। পাশাপাশি নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গোপন পক্ষপাত এড়াতে কঠোর নজরদারি জরুরি বলে মত দেন বিশেষজ্ঞরা।

জনপ্রিয় সংবাদ

প্রার্থী তালিকায় বড় রদবদল: শরিক দল, আলেম, সাবেক ভিসি ও অমুসলিম প্রার্থী যুক্ত করতে যাচ্ছে জামায়াত

স্বচ্ছ নির্বাচন: সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর

আপডেট সময় ০৯:০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের প্রতিটি থানায় সৎ, নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তাকে ওসি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য তৎপর হয়েছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ভোট প্রক্রিয়া স্বচ্ছ রাখতে অভিজ্ঞ, বিতর্কহীন ও পেশাদার কর্মকর্তাদের একটি নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

সদর দপ্তরের তথ্য অনুযায়ী, আগের তিন জাতীয় নির্বাচন—দশম, একাদশ ও দ্বাদশ—এ দায়িত্ব পালনকারী কোনো পুলিশ সদস্য বা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এবার মাঠপর্যায়ে রাখা হবে না। এতে স্বচ্ছ কর্মকর্তার ঘাটতি তৈরি হওয়ায় নতুন করে পুলিশ পরিদর্শকদের মধ্য থেকে সক্ষম ও নিরপেক্ষ কর্মকর্তাদের বাছাই শুরু হয়েছে।

১৬ নভেম্বর পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে সব ইউনিটপ্রধানকে চিঠি পাঠিয়ে জরুরি ভিত্তিতে যোগ্য পুলিশ পরিদর্শকদের নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কর্মকর্তা নির্বাচন করতে গিয়ে তাঁদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, নিয়োগ ইতিহাস, গত ১৫ বছরের পদায়নের রেকর্ড এবং স্থায়ী ঠিকানা–সবকিছু যাচাই করা হচ্ছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, প্রশিক্ষিত, সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাকেই মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়া হবে। তিনি জানান, নির্বাচনকে ঘিরে পুলিশের প্রস্তুতি এখন বড় চ্যালেঞ্জ।

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, পেশাদারিত্ব বজায় রেখে কর্মকর্তাদের সঠিক পদায়ন নিশ্চিত করা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। পাশাপাশি নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গোপন পক্ষপাত এড়াতে কঠোর নজরদারি জরুরি বলে মত দেন বিশেষজ্ঞরা।