ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই আইডিএফের হামলায় নিহত ২৮, আহত কমপক্ষে ৭৭

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই হামলায় ২৮ জন নিহত এবং কমপক্ষে ৭৭ জন আহত হয়েছেন।

কাতারভিত্তিক আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল-মাওয়াসি, এবং গাজার প্রধান শহর গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইয়া ও জয়তুনে। আইডিএফের বোমার আঘাতে একটি পরিবারের বাবা-মা ও তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছেন। গাজার ফিলিস্তিনিরা আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছেন।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার সব লক্ষ্যবস্তু হামাসের এবং এই অভিযান যুদ্ধবিরতির শর্তের আওতায় পরিচালিত হয়েছে। এক কর্মকর্তা জানান, গাজায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাসকে নিরস্ত্রিকরণ করা অন্যতম শর্ত ছিল।

তবে হামাস এই দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, “আইডিএফের এই হামলা স্পষ্টভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। নেতানিয়াহু গাজায় গণহত্যা চালানোর চেষ্টা করছেন এবং এ কারণে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।”

মনে করিয়ে দিচ্ছি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। আলজাজিরার বিশ্লেষণ অনুযায়ী, এর ৪০ দিনের মধ্যে ইসরায়েলি বাহিনী ৩৯৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

সূত্র: আলজাজিরা

জনপ্রিয় সংবাদ

‘নতুন দেশ গড়তে জামায়াত নেতা-কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে’

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই আইডিএফের হামলায় নিহত ২৮, আহত কমপক্ষে ৭৭

আপডেট সময় ১২:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই হামলায় ২৮ জন নিহত এবং কমপক্ষে ৭৭ জন আহত হয়েছেন।

কাতারভিত্তিক আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল-মাওয়াসি, এবং গাজার প্রধান শহর গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইয়া ও জয়তুনে। আইডিএফের বোমার আঘাতে একটি পরিবারের বাবা-মা ও তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছেন। গাজার ফিলিস্তিনিরা আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছেন।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার সব লক্ষ্যবস্তু হামাসের এবং এই অভিযান যুদ্ধবিরতির শর্তের আওতায় পরিচালিত হয়েছে। এক কর্মকর্তা জানান, গাজায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাসকে নিরস্ত্রিকরণ করা অন্যতম শর্ত ছিল।

তবে হামাস এই দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, “আইডিএফের এই হামলা স্পষ্টভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। নেতানিয়াহু গাজায় গণহত্যা চালানোর চেষ্টা করছেন এবং এ কারণে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।”

মনে করিয়ে দিচ্ছি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। আলজাজিরার বিশ্লেষণ অনুযায়ী, এর ৪০ দিনের মধ্যে ইসরায়েলি বাহিনী ৩৯৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

সূত্র: আলজাজিরা