ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাতের আঁধারে ডাকসু নেত্রী রাফিয়ার বাড়ির গেটে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়ির গেটে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) দিনগত গভীর রাত ৩টার দিকে ময়মনসিংহ মহানগরীর ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, বাসার গেটে আগুন দেওয়ার সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। গেটের নিচে কাগজে আগুন ধরানো ছিল এবং ধারণা করা হচ্ছে—পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়েছে। পুলিশ পৌঁছানোর আগেই আগুন আরও বড় আকারে জ্বলছিল কি না—তা নিশ্চিত করা যায়নি।

রাফিয়ার পরিবারের সদস্যদের মধ্যে বাড়িটিতে বসবাস করেন তার মা ও ভাই। ঘটনার পর রাফিয়ার ভাই কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন। পুলিশ বলেছে, অভিযোগ তদন্ত করে দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার জুলহাস উদ্দিন জানান, রাতে বা সকালে কোথাও অগ্নিসংযোগের কোনো খবর তাদের কাছে পৌঁছায়নি।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে ১৯ দিনে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার

রাতের আঁধারে ডাকসু নেত্রী রাফিয়ার বাড়ির গেটে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০৯:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়ির গেটে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) দিনগত গভীর রাত ৩টার দিকে ময়মনসিংহ মহানগরীর ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, বাসার গেটে আগুন দেওয়ার সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। গেটের নিচে কাগজে আগুন ধরানো ছিল এবং ধারণা করা হচ্ছে—পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়েছে। পুলিশ পৌঁছানোর আগেই আগুন আরও বড় আকারে জ্বলছিল কি না—তা নিশ্চিত করা যায়নি।

রাফিয়ার পরিবারের সদস্যদের মধ্যে বাড়িটিতে বসবাস করেন তার মা ও ভাই। ঘটনার পর রাফিয়ার ভাই কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন। পুলিশ বলেছে, অভিযোগ তদন্ত করে দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার জুলহাস উদ্দিন জানান, রাতে বা সকালে কোথাও অগ্নিসংযোগের কোনো খবর তাদের কাছে পৌঁছায়নি।