সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিজেরই এক ছাত্রীকে বিয়ে করেছেন—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষকটি তার প্রথম স্ত্রীকে না জানিয়ে ও আইনগত অনুমতি না নিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন বলে অভিযোগ করেন প্রথম স্ত্রী মোছা. শামীমা জাহান।
বুধবার (১৯ নভেম্বর) শামীমা জাহান তাড়াশ থানায় স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন যে, তার স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করে প্রতারণা করেছেন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।























