ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুবাই এয়ার শোতে ভারতের ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:১৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে চলমান দুবাই এয়ার শোতে ভারতের একটি ‘তেজস’ যুদ্ধবিমান মর্মান্তিকভাবে দুর্ঘটনায় পতিত হয়েছে। গালফ নিউজের তথ্যমতে, শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় প্রযুক্তিতে নির্মিত একক ইঞ্জিনযুক্ত এই মাল্টিরোল যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় এবং মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই প্রবল বিস্ফোরণে আগুন ধরে যায়। ঘন কালো ধোঁয়ায় মুহূর্তেই ঢেকে যায় আশপাশের এলাকা।

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) নির্মিত ‘তেজস’ বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে ভূমি—উভয় ধরনের হামলায় সক্ষম আধুনিক মাল্টিরোল এই জেটের উন্নত সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ বর্তমানে নাসিকের কারখানায় তৈরি হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেরে আরেকটি তেজস বিধ্বস্ত হয়েছিল। সেটি ছিল ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর সিরিজটির প্রথম দুর্ঘটনা, যেখানে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন। এবার দুই যুগের মধ্যে দ্বিতীয়বারের মতো এই সিরিজের বিমান দুর্ঘটনার শিকার হলো।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে: বিশেষজ্ঞদের আশঙ্কা বড় ধ্বংসের

দুবাই এয়ার শোতে ভারতের ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আপডেট সময় ০৬:১৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে চলমান দুবাই এয়ার শোতে ভারতের একটি ‘তেজস’ যুদ্ধবিমান মর্মান্তিকভাবে দুর্ঘটনায় পতিত হয়েছে। গালফ নিউজের তথ্যমতে, শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় প্রযুক্তিতে নির্মিত একক ইঞ্জিনযুক্ত এই মাল্টিরোল যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় এবং মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই প্রবল বিস্ফোরণে আগুন ধরে যায়। ঘন কালো ধোঁয়ায় মুহূর্তেই ঢেকে যায় আশপাশের এলাকা।

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) নির্মিত ‘তেজস’ বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে ভূমি—উভয় ধরনের হামলায় সক্ষম আধুনিক মাল্টিরোল এই জেটের উন্নত সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ বর্তমানে নাসিকের কারখানায় তৈরি হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেরে আরেকটি তেজস বিধ্বস্ত হয়েছিল। সেটি ছিল ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর সিরিজটির প্রথম দুর্ঘটনা, যেখানে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন। এবার দুই যুগের মধ্যে দ্বিতীয়বারের মতো এই সিরিজের বিমান দুর্ঘটনার শিকার হলো।