ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় পুলিশের হাত কামড়ে পালিয়ে গেলো আসামি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর রেলগেইট এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। এ সময় পুলিশের হাতে কামড় দিয়ে পরোয়ানাভুক্ত আসামি মো. রবিন (৩০) পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে আটক করার পর স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণ পর একদল লোক পুলিশ ও তাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। বিশৃঙ্খলার মুহূর্তে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইট-পাটকেলে পুলিশের একটি গাড়ি ভাঙচুর হয় এবং তিন পুলিশ সদস্য আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর এলাকাজুড়ে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ধ্যা পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, “চেকপোস্টে তল্লাশির সময় রবিনকে একটি ছুরিসহ আটক করা হয়। এরপরই পুলিশের ওপর হামলা হয়। হামলাকারীরা মাদক ব্যবসায়ী।”

কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, অভিযান অব্যাহত রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

চেয়ারম্যানসহ আ.লীগের ৯জন ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

কুমিল্লায় পুলিশের হাত কামড়ে পালিয়ে গেলো আসামি

আপডেট সময় ১০:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর রেলগেইট এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। এ সময় পুলিশের হাতে কামড় দিয়ে পরোয়ানাভুক্ত আসামি মো. রবিন (৩০) পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে আটক করার পর স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণ পর একদল লোক পুলিশ ও তাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। বিশৃঙ্খলার মুহূর্তে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইট-পাটকেলে পুলিশের একটি গাড়ি ভাঙচুর হয় এবং তিন পুলিশ সদস্য আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর এলাকাজুড়ে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ধ্যা পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, “চেকপোস্টে তল্লাশির সময় রবিনকে একটি ছুরিসহ আটক করা হয়। এরপরই পুলিশের ওপর হামলা হয়। হামলাকারীরা মাদক ব্যবসায়ী।”

কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, অভিযান অব্যাহত রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।