টাইটানিক জাহাজের অন্যতম ধনবান যাত্রী ইসিডোর স্ট্রাসের দেহাবশেষ থেকে উদ্ধার করা ১৮ ক্যারেটের সোনার পকেট ঘড়িটি নিলামে প্রায় ২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। রোববার (২৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
১৯১২ সালের ১৪ এপ্রিল টাইটানিক ডুবে যাওয়ার সময় ইসিডোর স্ট্রাস ও তার স্ত্রী আইডা স্ট্রাস সাউদাম্পটন থেকে নিউইয়র্কের পথে ছিলেন। ধারণা করা হয়, আইডা স্ট্রাস স্বামীকে একা রেখে যেতে অস্বীকৃতি জানিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত তার পাশে ছিলেন। আইডার দেহাবশেষ কখনোই উদ্ধার করা যায়নি।
মূল্যবান এই পকেট ঘড়িটি দীর্ঘদিন ধরে পরিবারের কাছে সংরক্ষিত ছিল। পরে পরিবারের সদস্যরা ঘড়িটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন।
এ ছাড়া নিলামে বিক্রি হয়েছে আরও কিছু ঐতিহাসিক সামগ্রী—এর মধ্যে উল্লেখযোগ্য হলো টাইটানিকের ভেতরে নোটপ্যাডে লেখা আইডা স্ট্রাসের একটি চিঠি, যা এক লাখ পাউন্ডে বিক্রি হয়েছে।


























