ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়থাম আলী তাবাতাবাই নিহত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১২:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়থাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। রবিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়াহ এলাকায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হারেত হরেইক অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই হামলা চালানো হয়। এতে কমপক্ষে পাঁচজন নিহত এবং ২৮ জন আহত হন। আল জাজিরা এ খবর জানিয়েছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় তাদের কমান্ডার তাবাতাবাই নিহত হয়েছেন। যদিও তার আনুষ্ঠানিক পদ উল্লেখ করা হয়নি, তবে তিনি হিজবুল্লাহর সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তাবাতাবাইই ইসরায়েলের হাতে নিহত সবচেয়ে উচ্চপদস্থ কমান্ডার।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা পরিকল্পিতভাবেই তাবাতাবাইকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ও নিশ্চিত করেছে যে, এই হামলার মূল লক্ষ্য ছিলেন তিনি। ইসরায়েলি গণমাধ্যম বলেছে, গত বছরের যুদ্ধকালের মধ্যে তাকে হত্যার এটি তৃতীয় চেষ্টা।

হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মাহমুদ ক্বোমাতি বলেছেন, এই হামলা ইসরায়েলের পক্ষ থেকে “রেডলাইন অতিক্রম” করার শামিল। তিনি বলেন, এই ঘটনা লেবাননের সর্বত্র আক্রমণের মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং নেতৃত্ব এখন প্রতিক্রিয়া জানানো হবে কিনা তা নিয়ে ভাবছে।

১৯৬৮ সালে বৈরুতে জন্মগ্রহণ করেন হায়থাম আলী তাবাতাবাই। তার মা লেবানিজ এবং বাবা ইরানি। দক্ষিণ লেবাননে বেড়ে ওঠা তাবাতাবাই মাত্র ১২ বছর বয়সে হিজবুল্লাহতে যোগ দেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ২৮ জন আহত হয়েছে। সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, হারেত হরেইক এলাকার আল-আরিদ স্ট্রিটের ভবনটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ভবন এবং আশপাশের এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় গেলে ৫ লাখ বেকারকে ১০ হাজার করে মাসিক ঋণ দেবে জামায়াত

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়থাম আলী তাবাতাবাই নিহত

আপডেট সময় ১২:১২:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়থাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। রবিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়াহ এলাকায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হারেত হরেইক অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই হামলা চালানো হয়। এতে কমপক্ষে পাঁচজন নিহত এবং ২৮ জন আহত হন। আল জাজিরা এ খবর জানিয়েছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় তাদের কমান্ডার তাবাতাবাই নিহত হয়েছেন। যদিও তার আনুষ্ঠানিক পদ উল্লেখ করা হয়নি, তবে তিনি হিজবুল্লাহর সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তাবাতাবাইই ইসরায়েলের হাতে নিহত সবচেয়ে উচ্চপদস্থ কমান্ডার।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা পরিকল্পিতভাবেই তাবাতাবাইকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ও নিশ্চিত করেছে যে, এই হামলার মূল লক্ষ্য ছিলেন তিনি। ইসরায়েলি গণমাধ্যম বলেছে, গত বছরের যুদ্ধকালের মধ্যে তাকে হত্যার এটি তৃতীয় চেষ্টা।

হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মাহমুদ ক্বোমাতি বলেছেন, এই হামলা ইসরায়েলের পক্ষ থেকে “রেডলাইন অতিক্রম” করার শামিল। তিনি বলেন, এই ঘটনা লেবাননের সর্বত্র আক্রমণের মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং নেতৃত্ব এখন প্রতিক্রিয়া জানানো হবে কিনা তা নিয়ে ভাবছে।

১৯৬৮ সালে বৈরুতে জন্মগ্রহণ করেন হায়থাম আলী তাবাতাবাই। তার মা লেবানিজ এবং বাবা ইরানি। দক্ষিণ লেবাননে বেড়ে ওঠা তাবাতাবাই মাত্র ১২ বছর বয়সে হিজবুল্লাহতে যোগ দেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ২৮ জন আহত হয়েছে। সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, হারেত হরেইক এলাকার আল-আরিদ স্ট্রিটের ভবনটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ভবন এবং আশপাশের এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।