ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাজার স্থিতিশীল রাখতে সিঙ্গাপুরের সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

 

বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে নন-বাসমতি চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই চাল দেশটিতে আনবে সিঙ্গাপুরভিত্তিক একটি সরবরাহকারী প্রতিষ্ঠান—এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি বলেন, “চালের দাম কিছুটা স্থিতিশীল হলেও কোথাও কোথাও বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। তাই যাতে কোনোভাবেই দাম না বাড়ে, সেজন্য আমরা আবারও নন-বাসমতি চাল আনব।”

কোন দেশ থেকে এই চাল আমদানি হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “চালটি ভারত থেকেই আসবে। মূল্য প্রতিযোগিতামূলক হওয়ায় এবং মান ও সময়মতো সরবরাহ নিশ্চিত হওয়ায় সিঙ্গাপুরের সরবরাহকারীকে নির্বাচিত করা হয়েছে।”

এসময় নির্বাচন ও গণভোট প্রসঙ্গেও কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হলে খরচ কিছুটা বাড়বে ঠিকই, তবে এতে বাজেট নিয়ে উদ্বেগের কিছু নেই। প্রবাসীদের ভোটগ্রহণের ব্যবস্থাসহ গণভোট যুক্ত হওয়ায় ব্যয় বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “দুই দিন ধরে নির্বাচন ও গণভোট আয়োজন করা বেশ কঠিন। তাই একদিনে উভয় আয়োজন করাই যুক্তিযুক্ত—বিশ্বের অনেক দেশ এভাবেই করে থাকে।”

জনপ্রিয় সংবাদ

জামায়াতের সঙ্গে কোনো সন্ত্রাসী আচরণ করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: মোবারক

বাজার স্থিতিশীল রাখতে সিঙ্গাপুরের সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত

আপডেট সময় ০৫:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

 

বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে নন-বাসমতি চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই চাল দেশটিতে আনবে সিঙ্গাপুরভিত্তিক একটি সরবরাহকারী প্রতিষ্ঠান—এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি বলেন, “চালের দাম কিছুটা স্থিতিশীল হলেও কোথাও কোথাও বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। তাই যাতে কোনোভাবেই দাম না বাড়ে, সেজন্য আমরা আবারও নন-বাসমতি চাল আনব।”

কোন দেশ থেকে এই চাল আমদানি হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “চালটি ভারত থেকেই আসবে। মূল্য প্রতিযোগিতামূলক হওয়ায় এবং মান ও সময়মতো সরবরাহ নিশ্চিত হওয়ায় সিঙ্গাপুরের সরবরাহকারীকে নির্বাচিত করা হয়েছে।”

এসময় নির্বাচন ও গণভোট প্রসঙ্গেও কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হলে খরচ কিছুটা বাড়বে ঠিকই, তবে এতে বাজেট নিয়ে উদ্বেগের কিছু নেই। প্রবাসীদের ভোটগ্রহণের ব্যবস্থাসহ গণভোট যুক্ত হওয়ায় ব্যয় বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “দুই দিন ধরে নির্বাচন ও গণভোট আয়োজন করা বেশ কঠিন। তাই একদিনে উভয় আয়োজন করাই যুক্তিযুক্ত—বিশ্বের অনেক দেশ এভাবেই করে থাকে।”