ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেতানিয়াহুর আগ্রাসন ঠেকাতে বৈশ্বিক নিষেধাজ্ঞার দাবি তুর্কি প্রেসিডেন্টের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দৃঢ় ও যৌথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি নিষেধাজ্ঞার শক্তি প্রয়োগ ও সমন্বিত অবস্থান গ্রহণ করে, তবে নেতানিয়াহু প্রশাসনের ফিলিস্তিনিদের ওপর নির্যাতন থামানো সম্ভব।

ডেইলি সাবাহর প্রতিবেদনে জানা গেছে, ২০২৩ সালের ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে তুরস্ক ধারাবাহিকভাবে কূটনৈতিক প্রচার চালিয়ে এসেছে এবং সাম্প্রতিক যুদ্ধবিরতি নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরদোয়ান পশ্চিমা দেশগুলোর সমর্থন নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালাতে উৎসাহ দিচ্ছে উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় ও সামঞ্জস্যপূর্ণ অবস্থান গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, গাজার মানুষ মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। হামাস যুদ্ধবিরতি মেনে চললেও ইসরায়েল বারবার তা লঙ্ঘন করছে। এ পরিস্থিতিতে জাতিসংঘ এখনও যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি। অতএব আন্তর্জাতিক চাপ ও মানবিক সহায়তার প্রবাহ অব্যাহত রাখা এখন জরুরি।

এরদোয়ান শীতের আগমনের সঙ্গে গাজা ইস্যুতে তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, অতীতে যেমন সহায়তা করেছি, ভবিষ্যতেও সেই অঙ্গীকার অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

নেতানিয়াহুর আগ্রাসন ঠেকাতে বৈশ্বিক নিষেধাজ্ঞার দাবি তুর্কি প্রেসিডেন্টের

আপডেট সময় ০৮:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দৃঢ় ও যৌথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি নিষেধাজ্ঞার শক্তি প্রয়োগ ও সমন্বিত অবস্থান গ্রহণ করে, তবে নেতানিয়াহু প্রশাসনের ফিলিস্তিনিদের ওপর নির্যাতন থামানো সম্ভব।

ডেইলি সাবাহর প্রতিবেদনে জানা গেছে, ২০২৩ সালের ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে তুরস্ক ধারাবাহিকভাবে কূটনৈতিক প্রচার চালিয়ে এসেছে এবং সাম্প্রতিক যুদ্ধবিরতি নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরদোয়ান পশ্চিমা দেশগুলোর সমর্থন নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালাতে উৎসাহ দিচ্ছে উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় ও সামঞ্জস্যপূর্ণ অবস্থান গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, গাজার মানুষ মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। হামাস যুদ্ধবিরতি মেনে চললেও ইসরায়েল বারবার তা লঙ্ঘন করছে। এ পরিস্থিতিতে জাতিসংঘ এখনও যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি। অতএব আন্তর্জাতিক চাপ ও মানবিক সহায়তার প্রবাহ অব্যাহত রাখা এখন জরুরি।

এরদোয়ান শীতের আগমনের সঙ্গে গাজা ইস্যুতে তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, অতীতে যেমন সহায়তা করেছি, ভবিষ্যতেও সেই অঙ্গীকার অব্যাহত থাকবে।