বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম রাষ্ট্র সৌদি আরবে মদপানের ওপর শতভাগ নিষেধাজ্ঞা থাকলেও এবার নতুন ধারার এক উদ্যোগ দেখা গেছে। রাজধানী রিয়াদে সম্প্রতি ‘এ-১২’ নামের একটি নতুন ক্যাফে চালু হয়েছে, যেখানে বার খোলার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। তবে এই বারটি সম্পূর্ণ নন-অ্যালকোহলিক—অর্থাৎ বিয়ার বা অন্যান্য পানীয় অ্যালকোহলবিহীনভাবে পরিবেশিত হচ্ছে।
ক্যাফেটিতে পরিবেশের দিক থেকেও অন্যান্য দেশের বারের অভিজ্ঞতার সঙ্গে মিল রয়েছে। নারী-পুরুষ একসাথে বসে পানীয় উপভোগের সুযোগও রয়েছে।
সৌদি আরব এবং কুয়েতে এখনও অ্যালকোহল নিষিদ্ধ থাকলেও, আগামী বছর থেকে অমুসলিম বিদেশী কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে। এর আগে ২০২৪ সালে রিয়াদে একটি দোকানকে অমুসলিম কূটনীতিকদের জন্য মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল।


























