ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশু ও নারী নিহত: তালেবান সরকারের অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

 

আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। সোমবার মধ্যরাতে এই হামলায় অন্তত ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার এক পোস্টে জানিয়েছেন, হামলায় পাকিস্তানের বাহিনী ওয়ালিয়াত খান নামের এক বেসামরিক নাগরিকের বাড়িকে লক্ষ্য করেছে। নিহত শিশুদের মধ্যে পাঁচজন ছেলে এবং চারজন মেয়ে রয়েছেন।

একই সময় কুনারের উত্তরাঞ্চল ও পাকতিকা প্রদেশের পূর্বাঞ্চলেও পৃথক বিমান হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তান থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সীমান্তে সম্প্রতি সংঘাতের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় আছে। উভয় দেশই আলোচনায় অচলাবস্থার জন্য একে অপরকে দায়ী করছে।

উল্লেখ্য, এর আগে সোমবার পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারির সদরদপ্তরে আত্মঘাতী হামলা ঘটে। পেশোয়ার হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের তালেবানের ভিন্নমতাবলম্বী গোষ্ঠী জামাতুল আহরার। পাকিস্তান রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা আফগান নাগরিক ছিল এবং প্রেসিডেন্ট আসিফ জারদারি বিদেশি সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজের ওপর দায় চাপিয়েছেন। আফগানিস্তানে ঘাঁটি গড়া তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) সাধারণত ফিতনা আল-খাওয়ারিজ বোঝাতে ব্যবহার করা হয়।


 

জনপ্রিয় সংবাদ

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশু ও নারী নিহত: তালেবান সরকারের অভিযোগ

আপডেট সময় ০১:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

 

আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। সোমবার মধ্যরাতে এই হামলায় অন্তত ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার এক পোস্টে জানিয়েছেন, হামলায় পাকিস্তানের বাহিনী ওয়ালিয়াত খান নামের এক বেসামরিক নাগরিকের বাড়িকে লক্ষ্য করেছে। নিহত শিশুদের মধ্যে পাঁচজন ছেলে এবং চারজন মেয়ে রয়েছেন।

একই সময় কুনারের উত্তরাঞ্চল ও পাকতিকা প্রদেশের পূর্বাঞ্চলেও পৃথক বিমান হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তান থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সীমান্তে সম্প্রতি সংঘাতের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় আছে। উভয় দেশই আলোচনায় অচলাবস্থার জন্য একে অপরকে দায়ী করছে।

উল্লেখ্য, এর আগে সোমবার পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারির সদরদপ্তরে আত্মঘাতী হামলা ঘটে। পেশোয়ার হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের তালেবানের ভিন্নমতাবলম্বী গোষ্ঠী জামাতুল আহরার। পাকিস্তান রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা আফগান নাগরিক ছিল এবং প্রেসিডেন্ট আসিফ জারদারি বিদেশি সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজের ওপর দায় চাপিয়েছেন। আফগানিস্তানে ঘাঁটি গড়া তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) সাধারণত ফিতনা আল-খাওয়ারিজ বোঝাতে ব্যবহার করা হয়।