৭০ বছর বয়সে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের বাহা অঞ্চলের বাসিন্দা হামদাহ আল-গামেদী। প্রায় ২০ বছরের দীর্ঘ অধ্যবসায়, নিয়মিত উপস্থিতি ও দৃঢ় সংকল্পনেই প্রবীণ এই নারী সম্পন্ন করেছেন মহৎ এই সাধনা।
সোমবার (২৪ নভেম্বর) সৌদির সংবাদমাধ্যম আখবার২৪ জানায়, দেশটির তরতীল সংগঠনের তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কোরআন কেন্দ্রের নজরদারিতে দুই দশক ধরে তিনি মুখস্থ করেন পবিত্র কোরআন। বয়সজনিত শারীরিক চ্যালেঞ্জ, পারিবারিক দায়িত্ব ও ব্যস্ততার মাঝেও তার অধ্যবসায় ছিল অটল।
হামদাহর শিক্ষিকারা জানিয়েছেন, তার এই অনুপ্রেরণামূলক যাত্রা প্রমাণ করে—কোরআন অধ্যয়নে বয়স কখনই বাধা নয়। হিফজ সম্পন্ন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারুরসহ কর্মকর্তারা হামদাহর মনোবল, ধৈর্য ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, কোরআন জীবনের নুর; যার হৃদয়ে আন্তরিকতা থাকে, আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন। হামদাহ আল-গামেদীর এই কৃতিত্ব গোটা সমাজের জন্য হবে এক স্থায়ী অনুপ্রেরণা।


























