শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে তিন বিচারপতি ও প্রসিকিউশনকে ফোনে হুমকি দেয়ার ঘটনায় যশোর থেকে বাবুল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ভোরে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজার মসজিদ গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। এসময় বাবুলের কাছ থেকে একটি ল্যাপটপ, ৩১৭টি ভারতীয় সিম কার্ড, অবৈধ কাজে ব্যবহৃত একটি কালো রঙ্গের মেশিন ও সিমসহ একটি মোবাইল জব্দ করা হয়েছে।
প্রসিকিউটর তানভীর হাসান বলেন, ব্যবহৃত নম্বরগুলো ভারতীয় হলেও ফোনগুলো করা হয়েছে বাংলাদেশ থেকেই। এর আগে একই ঘটনায় ভোলা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গ্রেপ্তারকৃত বাবুল হোসেন ঝিনাইদহের মহেশপুরের নোয়ালি গ্রামের মো. চাঁদ আলী বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজার মসজিদ গলির একটি বাসায় ভাড়ায় থাকছেন।




















