ময়মনসিংহে ইয়াবা কারবারের নিয়ন্ত্রণ–সংক্রান্ত বিরোধে যুবদল কর্মী রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের পাটগুদাম বীজ মোড়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন।
পরিবারের দাবি, রিয়াদ রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তবে পুলিশের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সম্প্রতি অন্য একটি গ্রুপের সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব চরমে ওঠে। রিয়াদ পাটগুদাম এলাকার এসডিজি ভবনের বাসিন্দা। তার বাবা মো. সাইদুল হক টিসিবিতে কর্মরত এবং মা জান্নাতুল ফেরদৌস পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকজন হামলাকারী রিয়াদের হাঁটুর ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ছুরিকাঘাতের পর তিনি দৌড়ে পাশের অস্থায়ী পুলিশ বক্সে ঢুকে দরজা বন্ধ করেন। সেখানে তিনি দীর্ঘক্ষণ রক্তক্ষরণ অবস্থায় পড়ে থাকেন, কিন্তু আশপাশের কেউ সহায়তায় এগিয়ে আসেনি।
পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। বিকেল সাড়ে ৫টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে রিয়াদের মৃত্যু হয়।


























