ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ৭-১৩ ডিসেম্বর কর্মসূচির মধ্যেই কি দেশে ফিরবেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ছয় দিনব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীতে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।

 

এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচন তফসিল ঘোষণা করা হবে।

 

এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের মধ্যভাগের আগেই দেশে ফিরতে পারেন বলে দলীয় সূত্রের ধারণা। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সন্ধ্যায় বলেন, “পরিবেশ যেমনই হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তারেক রহমান দেশে ফিরবেন—এ বিষয়ে চিন্তার কিছু নেই।”

 

তারেক রহমান গুলশান এভিনিউয়ের একটি ডুপ্লেক্স বাড়িতে অবস্থান করবেন বলে জানা গেছে। খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশে অবস্থিত ৩২ কাঠা জমির ওপর নির্মিত এ বাড়িটি সম্পূর্ণ সংস্কার করা হয়েছে। ১৯৮১ সালে সরকার এই বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিল। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনি প্রক্রিয়ায় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা নিষ্পত্তি হয়, বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

 

বিএনপির ৭–১৩ ডিসেম্বর কর্মসূচি তালিকা

৭ ডিসেম্বর: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করবেন

৮ ডিসেম্বর: ছাত্রদলের কর্মসূচি উদ্বোধন করবেন সালাহউদ্দিন আহমদ

৯ ডিসেম্বর: স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের যৌথ কর্মসূচি উদ্বোধন করবেন নজরুল ইসলাম খান

১০ ডিসেম্বর: যুবদল ও কৃষক দলের যৌথ কর্মসূচি উদ্বোধন করবেন মির্জা আব্বাস

১১ ডিসেম্বর: বিএনপির দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৩ ডিসেম্বর: সমাপনী কর্মসূচি উদ্বোধন করবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

সব কর্মসূচিতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন তারেক রহমান।

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৭-১৩ ডিসেম্বর কর্মসূচির মধ্যেই কি দেশে ফিরবেন তারেক রহমান

আপডেট সময় ১১:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ছয় দিনব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীতে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।

 

এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচন তফসিল ঘোষণা করা হবে।

 

এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের মধ্যভাগের আগেই দেশে ফিরতে পারেন বলে দলীয় সূত্রের ধারণা। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সন্ধ্যায় বলেন, “পরিবেশ যেমনই হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তারেক রহমান দেশে ফিরবেন—এ বিষয়ে চিন্তার কিছু নেই।”

 

তারেক রহমান গুলশান এভিনিউয়ের একটি ডুপ্লেক্স বাড়িতে অবস্থান করবেন বলে জানা গেছে। খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশে অবস্থিত ৩২ কাঠা জমির ওপর নির্মিত এ বাড়িটি সম্পূর্ণ সংস্কার করা হয়েছে। ১৯৮১ সালে সরকার এই বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিল। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনি প্রক্রিয়ায় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা নিষ্পত্তি হয়, বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

 

বিএনপির ৭–১৩ ডিসেম্বর কর্মসূচি তালিকা

৭ ডিসেম্বর: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করবেন

৮ ডিসেম্বর: ছাত্রদলের কর্মসূচি উদ্বোধন করবেন সালাহউদ্দিন আহমদ

৯ ডিসেম্বর: স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের যৌথ কর্মসূচি উদ্বোধন করবেন নজরুল ইসলাম খান

১০ ডিসেম্বর: যুবদল ও কৃষক দলের যৌথ কর্মসূচি উদ্বোধন করবেন মির্জা আব্বাস

১১ ডিসেম্বর: বিএনপির দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৩ ডিসেম্বর: সমাপনী কর্মসূচি উদ্বোধন করবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

সব কর্মসূচিতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন তারেক রহমান।