ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের চরভদ্রাসনে স্বর্ণের দোকানে গিয়ে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া শাহরিয়ার জাহান (৫১) নামে এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে সুব্রত জুয়েলার্স নামের স্বর্ণের দোকান থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। শাহরিয়ার রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত আকবর আলী।

সুব্রত জুয়েলার্সের মালিক সুব্রত কর্মকার জানান, সকাল সাড়ে ১০টার দিকে শাহরিয়ার দোকানে এসে নিজেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট পরিচয় দেন এবং বিভিন্ন কাগজপত্র দেখতে চান। পাশের দোকানে থাকা এক এনজিওকর্মী বিষয়টি লক্ষ্য করেন। পরে তিনি মোবাইলে থাকা একটি ভিডিও দেখিয়ে সুব্রতকে জানান যে ওই ব্যক্তি ম্যাজিস্ট্রেট নন, তিনি একজন প্রতারক। এরপর বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয়।

পরে দুপুর পৌনে ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন ঘটনাস্থলে পৌঁছে শাহরিয়ারকে দোষী সাব্যস্ত করেন। তিনি তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দণ্ড দেওয়া হয়েছে।

চরভদ্রাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, বিকেলে সাজাপ্রাপ্ত শাহরিয়ারকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় ১১:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

 

ফরিদপুরের চরভদ্রাসনে স্বর্ণের দোকানে গিয়ে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া শাহরিয়ার জাহান (৫১) নামে এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে সুব্রত জুয়েলার্স নামের স্বর্ণের দোকান থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। শাহরিয়ার রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত আকবর আলী।

সুব্রত জুয়েলার্সের মালিক সুব্রত কর্মকার জানান, সকাল সাড়ে ১০টার দিকে শাহরিয়ার দোকানে এসে নিজেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট পরিচয় দেন এবং বিভিন্ন কাগজপত্র দেখতে চান। পাশের দোকানে থাকা এক এনজিওকর্মী বিষয়টি লক্ষ্য করেন। পরে তিনি মোবাইলে থাকা একটি ভিডিও দেখিয়ে সুব্রতকে জানান যে ওই ব্যক্তি ম্যাজিস্ট্রেট নন, তিনি একজন প্রতারক। এরপর বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয়।

পরে দুপুর পৌনে ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন ঘটনাস্থলে পৌঁছে শাহরিয়ারকে দোষী সাব্যস্ত করেন। তিনি তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দণ্ড দেওয়া হয়েছে।

চরভদ্রাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, বিকেলে সাজাপ্রাপ্ত শাহরিয়ারকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।