ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে কারাবন্দি ইমরান খানের ‘ডেথ সেল’ বন্দিত্বে নিপীড়নের অভিযোগ তোলেন ছেলে কাসিম খান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সাবেক ক্রিকেট তারকা ইমরান খানকে ‘সম্পূর্ণ বিচ্ছিন্ন’ অবস্থায় রাখা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন তার ছোট ছেলে কাসিম খান।

এক্স–এ দেওয়া এক বিবৃতিতে কাসিম জানান, গত ৮৪৫ দিন ধরে কারাগারে থাকা তার বাবা গত ছয় সপ্তাহ ধরে ‘ডেথ সেল’-এ একক বন্দিত্বে রয়েছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। কাসিম অভিযোগ করেছেন, “কোনও ফোন কল হয়নি, কোনও দেখা হয়নি, এমনকি জীবনের কোনও প্রমাণও পাওয়া যায়নি। পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে অন্ধকারে রাখা হচ্ছে।”

ইমরান খান নানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন। তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ এবং দুই ছেলে কাসিম ও সুলাইমান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং পাকিস্তানের সক্রিয় রাজনীতি থেকে দূরে আছেন। কাসিম আরও বলেন, এক মাসেরও বেশি সময় ধরে পাকিস্তান সরকার অঘোষিতভাবে পারিবারিক সাক্ষাৎ বন্ধ রেখেছে।

কাসিম আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, “ইমরানের নিরাপত্তা নিশ্চিত করুন, আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাৎ নিশ্চিত করুন, এই অমানবিক বিচ্ছিন্নতার অবসান ঘটান এবং রাজনৈতিক কারণে আটক পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার মুক্তির দাবি তুলুন।”


 

জনপ্রিয় সংবাদ

ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে থাকতে পারবেন না

পাকিস্তানে কারাবন্দি ইমরান খানের ‘ডেথ সেল’ বন্দিত্বে নিপীড়নের অভিযোগ তোলেন ছেলে কাসিম খান

আপডেট সময় ০৭:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সাবেক ক্রিকেট তারকা ইমরান খানকে ‘সম্পূর্ণ বিচ্ছিন্ন’ অবস্থায় রাখা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন তার ছোট ছেলে কাসিম খান।

এক্স–এ দেওয়া এক বিবৃতিতে কাসিম জানান, গত ৮৪৫ দিন ধরে কারাগারে থাকা তার বাবা গত ছয় সপ্তাহ ধরে ‘ডেথ সেল’-এ একক বন্দিত্বে রয়েছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। কাসিম অভিযোগ করেছেন, “কোনও ফোন কল হয়নি, কোনও দেখা হয়নি, এমনকি জীবনের কোনও প্রমাণও পাওয়া যায়নি। পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে অন্ধকারে রাখা হচ্ছে।”

ইমরান খান নানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন। তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ এবং দুই ছেলে কাসিম ও সুলাইমান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং পাকিস্তানের সক্রিয় রাজনীতি থেকে দূরে আছেন। কাসিম আরও বলেন, এক মাসেরও বেশি সময় ধরে পাকিস্তান সরকার অঘোষিতভাবে পারিবারিক সাক্ষাৎ বন্ধ রেখেছে।

কাসিম আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, “ইমরানের নিরাপত্তা নিশ্চিত করুন, আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাৎ নিশ্চিত করুন, এই অমানবিক বিচ্ছিন্নতার অবসান ঘটান এবং রাজনৈতিক কারণে আটক পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার মুক্তির দাবি তুলুন।”