মৌসুমি ঝড় ও টানা ভারী বর্ষণে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপজুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধস সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত ১৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৮০ জন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের শীর্ষ কর্মকর্তা সুহারিয়ান্তো।
গত কয়েকদিনের ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণে সুমাত্রার বহু এলাকা পানিতে তলিয়ে যায়। যদিও শুক্রবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমেছে, তবুও আবহাওয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। আচেহ ও পশ্চিম সুমাত্রা প্রদেশের বিপর্যস্ত বহু এলাকায় এখনও পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল।
বন্যায় ৪ লাখ ৭৩ হাজার ৪৮১ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটির বিশাল অংশ প্লাবিত হয়েছে। কোথাও কোথাও সাড়ে তিন ফুট পর্যন্ত পানি জমে রয়েছে, ফলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন।
বন্যা ও ভূমিধসের কারণে অনেক অঞ্চলের সড়কপথ, যোগাযোগ ব্যবস্থা ও টেলিযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্যোগ এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করতে বিমান বাহিনীর সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকাগুলোতে দ্রুত সংযোগ পুনঃস্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন দুর্যোগ দপ্তরের মুখপাত্র আবদুল মুহারি।


























