ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিধবা নারীর ধান কেটে দিল কালীগঞ্জ উপজেলা ছাত্রদল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহের কালীগঞ্জে এক অসহায় বিধবা নারীর এক বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার ছোট শিমলা গ্রামে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতাকর্মীরা জানায়, জমিটি স্থানীয় বিধবা নারী ডলি বেগমের। শ্রমিক সংকট ও অর্থনৈতিক দুরবস্থার কারণে দীর্ঘদিন ধরে তিনি জমির ধান কাটাতে পারছিলেন না।

খবর পেয়ে মানবিকতার তাগিদে স্বতঃস্ফূর্তভাবে দলবদ্ধ হয়ে ধান কাটার কাজটি সম্পন্ন করেন তারা। এতে উপকৃত হন অসহায় ওই নারী।

উপকৃত নারী ডলি বেগম বলেন, ‘আমার অভাবের সংসার। স্বামী বেঁচে নেই।

টাকার অভাবে ধান কাটতে পারছিলাম না। জমির ধান অনেকদিন ধরে পেকে ছিল। ছাত্রদলের কিছু ভাইয়েরা এসে ধান কেটে দিয়েছে।’

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন কালের কণ্ঠকে বলেন, ‘সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকা ছাত্রদলের নিয়মিত কার্যক্রমের অংশ। আগামীতেও আমাদের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’

জনপ্রিয় সংবাদ

প্রথমবার হুইলচেয়ার ব্যবহারকারী নারী মিকেলা বেনথাউস মহাকাশে যাচ্ছেন

বিধবা নারীর ধান কেটে দিল কালীগঞ্জ উপজেলা ছাত্রদল

আপডেট সময় ১২:১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জে এক অসহায় বিধবা নারীর এক বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার ছোট শিমলা গ্রামে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতাকর্মীরা জানায়, জমিটি স্থানীয় বিধবা নারী ডলি বেগমের। শ্রমিক সংকট ও অর্থনৈতিক দুরবস্থার কারণে দীর্ঘদিন ধরে তিনি জমির ধান কাটাতে পারছিলেন না।

খবর পেয়ে মানবিকতার তাগিদে স্বতঃস্ফূর্তভাবে দলবদ্ধ হয়ে ধান কাটার কাজটি সম্পন্ন করেন তারা। এতে উপকৃত হন অসহায় ওই নারী।

উপকৃত নারী ডলি বেগম বলেন, ‘আমার অভাবের সংসার। স্বামী বেঁচে নেই।

টাকার অভাবে ধান কাটতে পারছিলাম না। জমির ধান অনেকদিন ধরে পেকে ছিল। ছাত্রদলের কিছু ভাইয়েরা এসে ধান কেটে দিয়েছে।’

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন কালের কণ্ঠকে বলেন, ‘সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকা ছাত্রদলের নিয়মিত কার্যক্রমের অংশ। আগামীতেও আমাদের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’