ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সমালোচনার ঝড়ের মধ্যে সরকার বলল: ‘ইমরান খান সুস্থ, জীবনের কোনো হুমকি নেই’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৯৯৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁর জীবনের কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন দেশটির সংসদবিষয়ক প্রতিমন্ত্রী তারিক ফজল চৌধুরী। তিনি আফগান ও ভারতীয় গণমাধ্যমে ইমরানকে হত্যার গুজবকে “মিথ্যা ও ভিত্তিহীন” বলে আখ্যা দেন।

সাম্প্রতিক দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানের স্বাস্থ্যের অবনতি ও আদিয়ালা কারাগারের ভেতরে তাঁকে হত্যা করা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ে। এসব গুজব নিয়ে গত শুক্রবার পাকিস্তান সংসদে পিটিআইয়ের আইনপ্রণেতারা তীব্র প্রতিবাদ জানান এবং ইমরানের পরিবারের সদস্য, চিকিৎসক ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি পুনর্বহালের দাবি তোলেন।

পিটিআই নেতা সৈয়দ আলী জাফরের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তারিক বলেন, ইমরানকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এবং তিনি সুস্থ আছেন।

এদিকে ইমরানের বোন আলেমা খানম হাইকোর্টের নির্দেশ অমান্য করে সপ্তাহে দু’বার সাক্ষাতের অনুমতি না দেওয়ায় আদিয়ালা জেল সুপারিনটেনডেন্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন। এর আগে সাক্ষাৎ না দেওয়ার প্রতিবাদে পিটিআই নেতারা ও স্বজনরা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন।

সূত্র: ডন, জিও নিউজ

জনপ্রিয় সংবাদ

অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

সমালোচনার ঝড়ের মধ্যে সরকার বলল: ‘ইমরান খান সুস্থ, জীবনের কোনো হুমকি নেই’

আপডেট সময় ১০:০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁর জীবনের কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন দেশটির সংসদবিষয়ক প্রতিমন্ত্রী তারিক ফজল চৌধুরী। তিনি আফগান ও ভারতীয় গণমাধ্যমে ইমরানকে হত্যার গুজবকে “মিথ্যা ও ভিত্তিহীন” বলে আখ্যা দেন।

সাম্প্রতিক দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানের স্বাস্থ্যের অবনতি ও আদিয়ালা কারাগারের ভেতরে তাঁকে হত্যা করা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ে। এসব গুজব নিয়ে গত শুক্রবার পাকিস্তান সংসদে পিটিআইয়ের আইনপ্রণেতারা তীব্র প্রতিবাদ জানান এবং ইমরানের পরিবারের সদস্য, চিকিৎসক ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি পুনর্বহালের দাবি তোলেন।

পিটিআই নেতা সৈয়দ আলী জাফরের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তারিক বলেন, ইমরানকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এবং তিনি সুস্থ আছেন।

এদিকে ইমরানের বোন আলেমা খানম হাইকোর্টের নির্দেশ অমান্য করে সপ্তাহে দু’বার সাক্ষাতের অনুমতি না দেওয়ায় আদিয়ালা জেল সুপারিনটেনডেন্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন। এর আগে সাক্ষাৎ না দেওয়ার প্রতিবাদে পিটিআই নেতারা ও স্বজনরা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন।

সূত্র: ডন, জিও নিউজ