ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার মতো দাম্ভিকতার ফাঁদে বিএনপির একটি অংশ: আসিফ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এক ফেসবুক পোস্টে বিএনপির অতীত রাজনৈতিক সাফল্য, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। সোমবার (২৬ মে) সন্ধ্যায় দেওয়া এ পোস্টে তিনি ১৯৮৬ সালের নির্বাচন বর্জন থেকে শুরু করে ১৯৯১ সালের বিজয়, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করেন।

আসিফ লেখেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বিচক্ষণতায় ’৮৬ সালে ষড়যন্ত্রের নির্বাচন বর্জন করেছিল বিএনপি। সর্বদলীয় ঐক্যজোটের শপথ ছিল—সেই নির্বাচনে যারা যাবে, তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে।’ তিনি স্মরণ করিয়ে দেন, কীভাবে দীর্ঘ আন্দোলনের পর ১৯৯১ সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ১৪০টি আসন পেয়ে সরকার গঠন করে। অথচ সে সময় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, বিএনপি পার্লামেন্টে ১০টি আসনও পাবে না।

আসিফ নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে লেখেন, ‘বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতির মাঠে কিছু সময় কাজ করার সুযোগ হয়েছে। কখনো দাম্ভিকতা দেখিনি, তিনি সবসময়ই আত্মবিশ্বাসী। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর দল যখন দিকভ্রান্ত, তখন তিনি তরুণ নেতৃত্বকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যান।’

তবে তিনি বর্তমান বিএনপির প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন। তার ভাষায়, এখন চারদিকে শুধু বিএনপি আর বিএনপি, হাসিনা স্টাইলে দাম্ভিকতার ফাঁদে আছে দলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ৩৫ বছরের নিচে থাকা চার কোটি ভোটারের মন বুঝতে ব্যর্থ তারা, চলছে ‘শো-ডাউন’ কালচার।

তিনি বিএনপিকে অতীতের বিজয়কে স্মরণ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, ’৯১ সালের নির্বাচনের আলোকে বিএনপিকে সাবধান হতে হবে। দাবার ঘুঁটি বদলেও যেতে পারে—এটাই সাধারণ জনতার এক ভোটের রাজনীতি। ওভার কনফিডেন্স সাময়িক সফলতা দেয়, তবে দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি করে। পোস্টের শেষাংশে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে লেখেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ অমর হউক। ভালোবাসা অবিরাম…’

জনপ্রিয় সংবাদ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের সঙ্গে বিন্দুমাত্র আপস নয়: সারজিস

হাসিনার মতো দাম্ভিকতার ফাঁদে বিএনপির একটি অংশ: আসিফ

আপডেট সময় ১০:৪৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এক ফেসবুক পোস্টে বিএনপির অতীত রাজনৈতিক সাফল্য, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। সোমবার (২৬ মে) সন্ধ্যায় দেওয়া এ পোস্টে তিনি ১৯৮৬ সালের নির্বাচন বর্জন থেকে শুরু করে ১৯৯১ সালের বিজয়, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করেন।

আসিফ লেখেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বিচক্ষণতায় ’৮৬ সালে ষড়যন্ত্রের নির্বাচন বর্জন করেছিল বিএনপি। সর্বদলীয় ঐক্যজোটের শপথ ছিল—সেই নির্বাচনে যারা যাবে, তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে।’ তিনি স্মরণ করিয়ে দেন, কীভাবে দীর্ঘ আন্দোলনের পর ১৯৯১ সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ১৪০টি আসন পেয়ে সরকার গঠন করে। অথচ সে সময় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, বিএনপি পার্লামেন্টে ১০টি আসনও পাবে না।

আসিফ নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে লেখেন, ‘বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতির মাঠে কিছু সময় কাজ করার সুযোগ হয়েছে। কখনো দাম্ভিকতা দেখিনি, তিনি সবসময়ই আত্মবিশ্বাসী। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর দল যখন দিকভ্রান্ত, তখন তিনি তরুণ নেতৃত্বকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যান।’

তবে তিনি বর্তমান বিএনপির প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন। তার ভাষায়, এখন চারদিকে শুধু বিএনপি আর বিএনপি, হাসিনা স্টাইলে দাম্ভিকতার ফাঁদে আছে দলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ৩৫ বছরের নিচে থাকা চার কোটি ভোটারের মন বুঝতে ব্যর্থ তারা, চলছে ‘শো-ডাউন’ কালচার।

তিনি বিএনপিকে অতীতের বিজয়কে স্মরণ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, ’৯১ সালের নির্বাচনের আলোকে বিএনপিকে সাবধান হতে হবে। দাবার ঘুঁটি বদলেও যেতে পারে—এটাই সাধারণ জনতার এক ভোটের রাজনীতি। ওভার কনফিডেন্স সাময়িক সফলতা দেয়, তবে দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি করে। পোস্টের শেষাংশে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে লেখেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ অমর হউক। ভালোবাসা অবিরাম…’