ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান খানের বেঁচে থাকার তথ্য দিলেন পিটিআই নেতা,দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

ইমরান খানের মৃত্যুর গুজব অস্বীকার করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনেটর খুররম জিশান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন। বর্তমানে তিনি আদিয়ালা কারাগারে বন্দি আছেন।

শনিবার (২৯ নভেম্বর) পাকিস্তান থেকে ভারতের সংবাদমাধ্যম এএনআইকে খুররম জিশান বলেন, পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে। সরকার ইমরান খানের জনপ্রিয়তা দেখে ভীত ও শঙ্কিত। এ কারণে তারা তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে আফগানিস্তান থেকে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও এক মাস ধরে পাকিস্তান কর্তৃপক্ষ ইমরান খানের পরিবারকে তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না। ফলে গুঞ্জনের ডালপালা আরও জোড়ালো হয়ে ওঠে।

এএনআইকে সিনেটর খুররম বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার পরিবার, তার আইনজীবী, এমনকি দলের জ্যেষ্ঠ নেতৃত্বকেও তার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। মনে হচ্ছে, তারা তাকে জোর করে কিছু একটা করতে চাইছে।

তিনি আরও বলেন, ‘কয়েক দিন ধরে আমাদের গ্যারান্টি দেয়া হয়েছে, আমাদের নিশ্চিত করা হয়েছে, তিনি বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা জেলে বন্দি। তিনি সুস্থ আছেন।

ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকার কী ধরনের চুক্তি করতে চাইছে, জানতে চাইলে সিনেটর বলেন, তাকে দেশ ছেড়ে চলে গিয়ে চুপ থাকতে বলা হয়েছে।

সরকার ইমরান খানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছে জানিয়ে সিনেটর বলেন, তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। এমনকি তারা তাকে বিদেশে গেলে এবং তার পছন্দের জায়গায় চুপ করে থাকলে ছাড় দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।

ইমরান খান যে ধরনের নেতা, তাতে তিনি কখনোই রাজি হবেন না বলেও জানান খুররম জিশান।

জনপ্রিয় সংবাদ

পরিবারসহ বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইমরান খানের বেঁচে থাকার তথ্য দিলেন পিটিআই নেতা,দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার

আপডেট সময় ০৯:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ইমরান খানের মৃত্যুর গুজব অস্বীকার করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনেটর খুররম জিশান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন। বর্তমানে তিনি আদিয়ালা কারাগারে বন্দি আছেন।

শনিবার (২৯ নভেম্বর) পাকিস্তান থেকে ভারতের সংবাদমাধ্যম এএনআইকে খুররম জিশান বলেন, পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে। সরকার ইমরান খানের জনপ্রিয়তা দেখে ভীত ও শঙ্কিত। এ কারণে তারা তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে আফগানিস্তান থেকে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও এক মাস ধরে পাকিস্তান কর্তৃপক্ষ ইমরান খানের পরিবারকে তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না। ফলে গুঞ্জনের ডালপালা আরও জোড়ালো হয়ে ওঠে।

এএনআইকে সিনেটর খুররম বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার পরিবার, তার আইনজীবী, এমনকি দলের জ্যেষ্ঠ নেতৃত্বকেও তার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। মনে হচ্ছে, তারা তাকে জোর করে কিছু একটা করতে চাইছে।

তিনি আরও বলেন, ‘কয়েক দিন ধরে আমাদের গ্যারান্টি দেয়া হয়েছে, আমাদের নিশ্চিত করা হয়েছে, তিনি বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা জেলে বন্দি। তিনি সুস্থ আছেন।

ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকার কী ধরনের চুক্তি করতে চাইছে, জানতে চাইলে সিনেটর বলেন, তাকে দেশ ছেড়ে চলে গিয়ে চুপ থাকতে বলা হয়েছে।

সরকার ইমরান খানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছে জানিয়ে সিনেটর বলেন, তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। এমনকি তারা তাকে বিদেশে গেলে এবং তার পছন্দের জায়গায় চুপ করে থাকলে ছাড় দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।

ইমরান খান যে ধরনের নেতা, তাতে তিনি কখনোই রাজি হবেন না বলেও জানান খুররম জিশান।