পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ শেষে জেলগেটের বাইরে সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি।
সাক্ষাৎ শেষে উজমা খান বলেন, বোন আলিমা খান ও নওরীন খানের সঙ্গে পরামর্শের পর তিনি ইমরানের স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত তথ্য দেবেন। এর আগে কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় পিটিআই কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং দলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা আসে। ঠিক তার আগেই ইমরানের সঙ্গে সাক্ষাতের বিশেষ অনুমতি দেওয়া হয় উজমা খানকে।
পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, দিনটির শুরুতেই তাকে জানানো হয়েছিল যে তিনি জেল প্রাঙ্গণে প্রবেশ করে ইমরানের সঙ্গে সরাসরি দেখা করতে পারবেন। সাক্ষাৎ শেষে তিনি জানান, ‘অবশেষে অনুমতি পেলাম—এটি অন্তত স্বস্তির।’
এদিকে সম্ভাব্য বিক্ষোভ ও নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখে আদিয়ালা কারাগার এলাকা ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জেল রোডে স্থাপন করা হয়েছে পাঁচটি অতিরিক্ত চেকপয়েন্ট। সামগ্রিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সূত্র: জিও নিউজ

























