নিবন্ধনের দাবিতে সম্প্রতি নির্বাচন ভবনের সামনে অনশন করা তারেক রহমানের আমজনতার দলসহ জনতার দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
দাবি-আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি দিয়েছেন বলেও জানান ইসি সচিব। এতে উল্লেখ করা হয়েছে, আমজনতার দল প্রজাপতি চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে। কলম চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে জনতার দল।
আরও বলা হয়, এ দুই দলের নিবন্ধন নিয়ে কারও আপত্তি থাকলে ৯ ডিসেম্বরের মধ্যে ইসি সচিবের কাছে লিখতভাবে জানাতে হবে।
এদিকে আজ দুপুরে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইসি আয়োজিত এক কর্মশালায় আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানে তাদের নীতিগত সম্মতি হয়েছে। একটা জনতার দল, আরেকটা আম জনতার দল। এই দুইটা দল নিয়ে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পত্রিকায়; কোনও আপত্তি আছে কিনা।




















