ভারতকে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে রাশিয়া সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও নয়াদিল্লির প্রতি মস্কোর এই সমর্থনের কথা তিনি জানান শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময়।
নয়াদিল্লি সফরে পুতিন মোদিকে বলেন, রাশিয়া তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সম্পদের “বিশ্বস্ত সরবরাহকারী”। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতিকে সহায়তা করতে মস্কো ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি রপ্তানি অব্যাহত রাখতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগস্ট মাসে অধিকাংশ ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। নয়াদিল্লির রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যাওয়া এবং এর মাধ্যমে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করা হচ্ছে—ওয়াশিংটনের এমন দাবি থেকেই যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বলে জানানো হয়।
বৈঠকে মোদি রাশিয়ার ভারতের প্রতি “অবিচল অঙ্গীকার” এর প্রশংসা করে বলেন, জ্বালানি নিরাপত্তা দুই দেশের অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। যদিও তিনি পারমাণবিক শক্তি নিয়ে বক্তব্য দেন, তবে তেল আমদানির বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।
পুতিনকে “বন্ধু” বলে সম্বোধন করে মোদি বলেন, দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। কর্মসংস্থান, স্বাস্থ্য, জাহাজ চলাচল, রাসায়নিক খাতসহ বিভিন্ন বিষয়ে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরের পর তিনি জানান—ভারত ও রাশিয়া ২০৩০ সাল পর্যন্ত একটি অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচিতে একমত হয়েছে, যা দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগকে আরও বৈচিত্র্যময়, ভারসাম্যপূর্ণ এবং টেকসই করবে।

























