গাজীপুরে জামায়াতের উদ্যোগে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কাপাসিয়া উপজেলার কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর–৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মু. সালাহউদ্দিন আইউবী, ডাকসুর জিএস এস. এম. ফরহাদ এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।
কর্মসূচিতে জামায়াত, ছাত্রশিবির, সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন।
























