পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারো ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। সৌদি আরবে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাত্র দুই দিন না পেরোতেই নতুন করে সংঘর্ষে জড়াল ইসলামাবাদ ও কাবুল।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান প্রথমে কান্দাহার প্রদেশের বোলদাকে হামলা চালায়। তবে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগান বাহিনী চামান সীমান্তে বিনা উস্কানিতে গুলি ছোড়ে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে বলেন, “পাকিস্তান পুরোপুরি সতর্ক আছে। আমরা আমাদের ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত অক্টোবরে প্রথম সরাসরি সংঘাতের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল। এরপর সৌদি আরবে আলোচনাও হয়েছে, কিন্তু তাতেও কোনো অগ্রগতি না হওয়ায় সীমান্তে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

























