বিশ্বব্যাপী নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করতে চাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পেলেন ভিন্নধর্মী স্বীকৃতি—ফিফা শান্তি পুরস্কার। নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় বিস্ময় প্রকাশ করলেও, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার শান্তি পুরস্কার তার সেই প্রত্যাশার কিছুটা পূরণ করেছে।
ফিফা জানিয়েছিল, ফুটবল শুধু একটি খেলা নয়—এটি শান্তি, ঐক্য ও মানবসম্প্রীতির প্রতীক। যারা মানুষের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে কাজ করেন, তাদের সম্মান জানাতেই এই পুরস্কার দেওয়া হয়।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বিশ্ব যখন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন যারা মানুষকে কাছাকাছি আনতে ভূমিকা রাখছেন, তাদের সম্মান জানানো জরুরি।’
সংস্থাটি জানায়, গত এক বছরে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকা উল্লেখযোগ্য ছিল। বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ডসহ রুয়ান্ডা–ডিআর কঙ্গো, কম্বোডিয়া–থাইল্যান্ড, কসভো–সার্বিয়া, ভারত–পাকিস্তান, মিসর–ইথিওপিয়া, আর্মেনিয়া–আজারবাইজান, ইসরাইল–হামাসসহ বিভিন্ন অঞ্চলে শান্তির প্রচেষ্টা এবং রাশিয়া–ইউক্রেন ইস্যুতে তার মধ্যস্থতার চেষ্টার জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
ইনফান্তিনো আরও বলেন, ইসরাইল–গাজা যুদ্ধবিরতিতে ভূমিকা রাখার পর তার মনে হয়েছে, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মতো কাজই করেছেন।

























