উত্তরপ্রদেশের অযোধ্যার পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও বাবরি মসজিদের আদলে একটি বিশাল মসজিদ কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পের বাজেট ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।
শনিবার (৬ ডিসেম্বর) মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের মাঝামাঝি এলাকায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়। খবর—তেলেঙ্গানা টুডে।
হুমায়ুন কবির জানান, প্রায় ২৫ বিঘা জমির ওপর গড়ে উঠবে এই কমপ্লেক্স। এর মধ্যে মূল মসজিদটি নির্মিত হবে তিন কাঠা জমিতে। এছাড়া পুরো চত্বরে থাকবে একটি হাসপাতাল, গেস্টহাউস এবং একটি বড় সভাকক্ষ। তিনি বলেন, অর্থাভাব হবে না—একজন শিল্পপতি ইতোমধ্যেই ৮০ কোটি টাকা অনুদান দিয়েছেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে বিপুল মানুষ সমবেত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজরত মাওলানা মুফতি সুফিয়ান (সৌদি আরব) ও শেখ আবদুল্লাহ (মদিনা) সহ বেশ কিছু বিশিষ্ট ধর্মীয় নেতা। মুসল্লিরা ইমারতি খয়রাত হিসেবে ইট নিয়ে আসেন, এবং কয়েক কোটি টাকা দান করা হয়—যার মধ্যে একজন চিকিৎসক এক কোটি রুপি দান করেন।
নির্মাণকাজকে ঘিরে বিতর্ক সৃষ্টি হলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়। তবে শুক্রবার (৫ ডিসেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়। আদালত জানায়, প্রকল্পে হস্তক্ষেপের প্রয়োজন নেই, তবে আইনশৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে হবে। এর পর এলাকায় মোতায়েন করা হয় তিন হাজারের বেশি নিরাপত্তাকর্মী।
অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন, উপাসনালয় নির্মাণের সাংবিধানিক অধিকার তার রয়েছে এবং বাধা সত্ত্বেও কাজ থামানো হবে না। তিনি পুনর্ব্যক্ত করেন, “এটি মুসলমানদের প্রতিশ্রুতি—বাবরি মসজিদ তৈরি হবেই।” একই সঙ্গে তিনি ঘোষণা করেন, আগামী ২২ ডিসেম্বর তিনি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাবেন।





















