যারা এতদিন নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে গিয়েছিলেন, তারা এখন ভিন্ন সুরে কথা বলছেন। কারণ তারা বুঝতে পারছেন, জনগণ তাদের লালকার্ড দেখাবে।
শনিবার (৬ ডিসেম্বর) সিলেটে সমমনা ইসলামি ৮ দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশটি।
জামায়াত আমির বলেন, দেশবাসী আশা করেছিল- অতীত অপকর্মের পরিণতি থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন করে রাজনীতি শুরু করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে। তারা কোনো সংস্কারে রাজি না, সনদ বাস্তবায়নেও রাজি না। এখন আবার কোথাও কোথাও আমরা ভিন্ন সুর শুনতে পাচ্ছি।
যারা এতদিন নির্বাচন নির্বাচন করে জনগণকে বেহুঁশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছে। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছে বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এ সময়, কেউ নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা করলে, তাদের সব ষড়যন্ত্র দেশের সংগ্রামী জনগণ ভন্ডুল করে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের যুবসমাজ যেই আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে, তার সাথে ৮ দল সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবেন, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না। কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্তচক্ষুর ভয় দেখান— অমুক শক্তি, তমুক শক্তি, অমুক দেশ, তমুক দেশ। তাদের উদ্দেশে বলেন, ইসলামি এবং দেশপ্রেমিক নেতাকর্মী হাসিমুখে যেখানে ফাঁসি বরণ করতে পারে, তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা কোনো পাত্তাই দেই না।
ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বের সব শান্তিকামী সভ্য দেশকে আমরা সম্মান জানাই। কিন্তু কেউ যেন আমাদের ওপরে কোনো দাদাগিরি করতে না আসে। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি নই। বাংলাদেশ চলবে আল্লাহ তায়ালার নির্দেশ মোতাবেক, এই দেশের জনগণের পছন্দে। এ সময়, যারা প্রশাসনিক ক্যু’র মাধ্যমে ক্ষমতায় যেতে চান তাদের উদ্দেশে বলেন, সেই সূর্য দেশে উঠবে না।
সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে, তাদের বয়কট করবে জনগণ। অপরদিকে, খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেন, গণভোটে যারা ‘না’-এর পক্ষে ক্যাম্পেইন করবে, তাদের জনতা প্রত্যাখ্যান করবে।
অ্যাশেজের তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ দৃঢ়ভাবে নিজেদের হাতে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটে–বলে অভাবনীয় পারফরম্যান্স দেখিয়ে দিনের নায়ক মিচেল স্টার্ক, আর তার অলরাউন্ড নৈপুণ্যেই রীতিমতো বিপাকে ইংল্যান্ড। তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ৪৩ রানে পিছিয়ে ইংলিশরা, হাতে আছে মাত্র চার উইকেট।প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন অপরাজিত থাকা অ্যালেক্স ক্যারি আজও ছিলেন কার্যকর; তুলে নেন অর্ধশতক। মাইকেল নেসার ১৬ রান করে ফিরলেও স্টার্কের আগমনেই বদলে যায় ছবিটা। আক্রমণাত্মক ভঙ্গিতে স্টার্ক দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন, অন্য প্রান্তে ক্যারিও ছিলেন সাবলীল। ৬৩ রান করে ক্যারির বিদায়ের পরও থেমে যাননি স্টার্ক; জমিয়ে ব্যাট করে তুলে নেন ব্যক্তিগত ফিফটি।পরে স্কট বোল্যান্ডকে সঙ্গে নিয়ে লিড বাড়িয়ে নেন তিনি। ৫০০ রানের দিগন্তে অস্ট্রেলিয়াকে নিয়ে যাওয়ার পথে স্টার্ক থামেন ৭৭ রানে—১৪১ বলে গড়া দৃঢ় এক ইনিংস। শেষ দিকে বোল্যান্ড ও ব্রেন্ডন ডগেটের ছোট ছোট অবদানেও দলীয় সংগ্রহ পৌঁছায় ৫৫১ রানে। ফলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া লিড নেয় ১৭৭ রানের।ইংল্যান্ডের হয়ে ব্রাইডন কার্স নেন ৪ উইকেট, বেন স্টোকস ৩টি, আর উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন ও জফরা আর্চার একটি করে উইকেট শিকার করেন।জবাবে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে শুরু করেন ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রোলি। ৪৮ রানের জুটি ভাঙে ডাকেটের বিদায়ে। ১৫ রান করে ফেরেন তিনি। এরপর ওলি পোপকে সঙ্গে নিয়ে ক্রোলি এগোতে থাকলেও মাঝপথে ছন্দ হারায় ইংলিশরা। পোপ ২৬ আর ক্রোলি ৪৪ রান করে ফিরলে চাপে পড়ে দল। কিছুটা স্থিরতা ফেরানোর কাজটা করতে এগিয়ে আসেন জো রুট ও হ্যারি ব্রুক, কিন্তু দুজনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। রুট আউট হন ১৫ রানে, ব্রুক ১৫ রানে।দিনের শেষদিকে আউট হন জেমি স্মিথও। ১২৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। এরপর বেন স্টোকস ও উইল জ্যাকসই দলকে আর বিপদে পড়তে দেননি। ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শেষ করে ইংল্যান্ড, এখনও অনেকটাই পিছিয়ে।অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক, নেসার ও বোল্যান্ড তিনজনই নিয়েছেন ২টি করে উইকেট।আরডি
বিশ্বকাপজয়ী ইংলিশ ব্যাটারকে দলে নিলো রংপুর
আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে দল শক্তিশালী দল গঠন করছে রংপুর রাইডার্স। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এবার দলে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার ডেভিড মালান। শনিবার (৬ ডিসেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে রংপুর এই খবর নিশ্চিত করেছে।বিপিএলের সর্বশেষ আসরে মালান ফরচুন বরিশালের জার্সিতে খেলেছেন। যদিও সেই সময়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, তবে মাঠে তার ধ্বংসাত্মক ব্যাটিং ক্ষমতা একাধিকবার প্রমাণিত। রংপুর টিম ম্যানেজমেন্ট আশা করছে, মালানের অন্তর্ভুক্তি দলের টপ অর্ডারকে আরও স্থিতিশীলতা এবং শক্তি যোগ করবে।মালানের পাশাপাশি দলে সরাসরি চুক্তি করেছে কাইল মেয়ার্স, ইফতিখার আহমেদ ও ফাহিম আশরাফের মতো তারকা ক্রিকেটারদের। তবে ফাহিম পুরো মৌসুম খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এর আগে নিলামের আগে খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিমকে দলে ভেড়িয়েছে রংপুর। নিলামের মাধ্যমে দলে যুক্ত হয়েছেন এমিলিও গে এবং মোহাম্মদ আখলাক।আরডি
নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
ব্রাজিল দলে নেইমারকে দেখা যাবে কি না—এই প্রশ্নটি গত কয়েক সপ্তাহ ধরে ফুটবল অঙ্গনকে সরগরম করে রেখেছে। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে দেখা গিয়েছিল ৩৩ বছর বয়সী এই ফুটবলারকে। এরপর থেকে ইনজুরি আর ফিটনেস সমস্যায় জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তার। এদিকে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন রিয়ার মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্বকাপের দল গঠনে বিশেষ মনোযোগ দিয়েছেন তিনি। এক্ষেত্রে খেলোয়াড়দের ফিটনেসের বিষয়টি তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এমন পরিস্থিতিে অনেকেই জিলের আগামী বিশ্বকাপের স্কোয়াডে দেখছেন না নেইমারকে। তবে জাতীয় দলের নতুন প্রধান কোচ কার্লো আনচেলোত্তি অবশেষে সেই অনিশ্চয়তার জট ছেঁড়ে দিলেন।শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনচেলোত্তি বলেন, ‘আমি জানি, আপনারা নেইমারকে নিয়ে খুবই আগ্রহী। কিন্তু মনে রাখতে হবে, এখন ডিসেম্বর, বিশ্বকাপ শুরু হবে জুনে। মে মাসে যখন আমি স্কোয়াড ঘোষণা করব, তখন যদি নেইমার যোগ্য প্রমাণিত হয়, ফিট থাকে, অন্যদের সমান বা তাদের চেয়েও ভালো থাকে, তাহলে সে বিশ্বকাপে খেলবে। বিষয়টি এতটাই সরল।’চলতি মৌসুমে সান্তোসের হয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলেছেন নেইমার। যেখানে ৮ গোলের পাশাপাশি করেছেন ১টি অ্যাসিস্ট। আরডি
বিশ্বকাপের মেসি-রোনালদোর দেখা হতে পারে যে সমীকরণে
প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। আগামী ২০২৬ বিশ্বকাপ সম্ভবত দুজনেরই শেষ আসর হতে চলেছে। তবে ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে এই দুই মহাতারকা ফুটবল ইতিহাসে নতুন নাটকীয়তার জন্ম দিতে পারেন। গ্রুপ পর্ব সফলভাবে পার করতে পারলেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগাল।কত রেকর্ড করেছেন, কত রেকর্ড ভেঙেছেন; তার কী কোনো হিসেব আছে? হয়তো নেই, আর থাকবেই বা কি করে; পুরো ক্যারিয়ারে তো আর কম রেকর্ড করেননি লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো! রেকর্ড ৮ বার ব্যালন ডি’ জিতেছেন, শেষমেষ বিশ্বকাপের ট্রফিটাও জিতেছেন, সম্ভাব্য সবকিছুই জয় করে নিয়েছেন লিওনেল মেসি। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোও কম যান না, মেসির যুগেও তাকে ছাপিয়ে জিতেছেন ৫টি ব্যালন ডি’অর, আর ক্যারিয়ারজুড়ে কত ট্রফি যে জিতেছেন তার ইয়ত্তা নেই। ইউরোপের পাঠ চুকিয়ে দু’জনেই এখন খেলছেন ভিন্ন লিগে। সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে হয়ে খেলছেন রোনালদো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। একটা সময় ছিল, রোনালদো খেলতেন রিয়াল মাদ্রিদে আর মেসি বার্সেলোনায়। তখন তো হরহামেশাই দেখা হতো দুজনের। আর এই দুই তারকার মুখোমুখি হওয়া মানেই ফুটবল ভক্তদের মাঝে অন্যরকম এক উত্তেজনা। সেই উন্মাদনায় আরও একবার ভেসে যেতে পারেন বিশ্বের কোটি ফুটবল ভক্তরা। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ড্র। সেখানে আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। তাদের সঙ্গে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বলতে গেলে গ্রুপ পর্ব উতরাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে। তাদের গ্রুপে আছে উজবেকিস্তান ও কলম্বিয়া। উজবেকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার সম্ভাবনাই বেশি পর্তুগিজদের। তবে রোনালদোদের চ্যালেঞ্জ জানাতে পারে মরক্কো। হিসাব অনুযায়ী, গ্রুপ পর্ব উতরাতে পারলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দেখা হবে আর্জেন্টিনা ও পর্তুগালের। আর তাই যদি হয়, তাহলে তৈরি হবে নতুন এক ইতিহাস। বিশ্বকাপের আসরে মেসি-রোনালদোর কখনো মুখোমুখি হওয়া হয়নি। এবার তাদের শেষ বিশ্বকাপে সেই বহু প্রতীক্ষিত দ্বৈরথ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। আরডি
‘ওরে রোকেয়ারে তুই কোনাই’
বাংলাদেশের নাটকপ্রেমীদের কাছে খুবই পরিচিত এক নাম জিয়াউল হক পলাশ। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টের’ কল্যাণে যিনি কাবিলা নামে সর্বত্র পরিচিতি। ধারাবাহিকে তিনি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে সব মহলেই প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা। এদিকে বিপিএলের আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। এরই মধ্যে নিলাম থেকে এবং সরাসরি চুক্তির মাধ্যমে বিশ্ব ক্রিকেটের বেশ কয়েকজন নামি-দামি ক্রিকেটারকে দলে ভিড়িয়ে আলোচনায় উঠে এসেছে দলটি। এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাচেলর পয়েন্টের নোয়াখালীর ছেলে খ্যাত কাবিলাকে (জিয়াউল হক পলাশ) নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে তারা। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পোস্টে লিখেছে, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি!’এর আগে, নিলাম থেকে স্থানীয় ও বিদেশি ক্রিকেটার নিয়ে দল গঠন করেছে নোয়াখালী এক্সপ্রেস। দলটিতে আগেই সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছে, হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস। এছাড়া নিলামের পর আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকেও দলে নিয়েছে তারা। অন্যদিকে নিলাম থেকে নিয়েছে, জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান (৫০ লাখ), নাজমুল ইসলাম (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদী হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলী (২৫ হাজার ডলার)।আরডি
২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র: কোন গ্রুপে কোন দল?
২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে বিশ্বকাপের সব গ্রুপ চূড়ান্ত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি সেন্টারে এ অনুষ্ঠিত হয়। আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপে পড়েছে মরক্কো, আর অস্ট্রিয়ার গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। অন্যদিকে একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও নরওয়ে।একনজরে দেখে নিন ২০২৬ ফিফা বিশ্বকাপের কোন গ্রুপে কোন দল খেলবে:গ্রুপ- ‘এ’ মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল।গ্রুপ- ‘বি’ কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল।গ্রুপ- ‘সি’ ব্রাজিল, মরোক্কো, স্কটল্যান্ড, হাইতি।গ্রুপ- ‘ডি’ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল।গ্রুপ- ‘ই’ জার্মানি, ইকুয়েডর, আইভেরিকোস্ট, কুরাসাও।গ্রুপ- ‘এফ’ নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল।গ্রুপ- ‘জি’ বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড।গ্রুপ- ‘এইচ’ স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে।গ্রুপ- ‘আই’ ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল।গ্রুপ- ‘জে’ আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান।গ্রুপ- ‘কে’ পর্তুগাল, কলোম্বিয়া, উজবেকিস্তান, ফিফা প্লে-অফ ১ জয়ী দল।গ্রুপ- ‘এল’ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা।উল্লেখ্য, ২০২৬ সালের জুনে শুরু হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের এই আসরে এবার প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ।
























