ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতায় ৩৭২ শিশু হাফেজের ১০০ বার কোরআন খতম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

 

বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ১০০ বার কোরআন খতম দেওয়া হয়েছে। এতে ২৫টি মাদ্রাসার ৩৭২ জন শিশু হাফেজ অংশগ্রহণ করে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় কোরআন খতম শেষে সেখানে দোয়ার আয়োজন করা হয়।

কোরআন খতম এবং দোয়ার আয়োজন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম। এদিন স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিতি ছিলেন।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় নিষ্পাপ শিশুদের দিয়ে কোরআন খতমের আয়োজন করেছি। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, যা প্রমাণ করে তিনি এখনও কোটি মানুষের হৃদয়ের নেত্রী।

জনপ্রিয় সংবাদ

দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন জামায়াত আমির

খালেদা জিয়ার সুস্থতায় ৩৭২ শিশু হাফেজের ১০০ বার কোরআন খতম

আপডেট সময় ১০:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

 

বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ১০০ বার কোরআন খতম দেওয়া হয়েছে। এতে ২৫টি মাদ্রাসার ৩৭২ জন শিশু হাফেজ অংশগ্রহণ করে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় কোরআন খতম শেষে সেখানে দোয়ার আয়োজন করা হয়।

কোরআন খতম এবং দোয়ার আয়োজন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম। এদিন স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিতি ছিলেন।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় নিষ্পাপ শিশুদের দিয়ে কোরআন খতমের আয়োজন করেছি। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, যা প্রমাণ করে তিনি এখনও কোটি মানুষের হৃদয়ের নেত্রী।