মুন্সিগঞ্জের গজারিয়ায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির ঘোষিত দলীয় মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ভাবেরচর ইউনিয়নের লক্ষীপুর এলাকার স্থানীয় কবরস্থানে বাবা–মায়ের কবর জিয়ারত করে নিজেকে সারাজীবন দুর্নীতিমুক্ত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
কবরস্থানে দাঁড়িয়ে তিনি বলেন, জনগণের সেবা ও আদর্শিক রাজনীতির মাধ্যমে বাবা–মায়ের স্বপ্ন পূরণ করবেন। এসময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রতন। পরে তিনি তাদের জন্য দোয়া করেন।
এর আগে, এদিন দুপুরে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির পক্ষ থেকে কামরুজ্জামান রতনকে দলীয় মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করে উপজেলা বিএনপি ও দলীয় বিভিন্ন সংগঠনসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় লক্ষীপুর এলাকায় গিয়ে। এতে অংশগ্রহণ করে স্থানীয় বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এসময় সড়কের দু-পাশে দাড়িয়ে কামরুজ্জামান রতনকে উষ্ণ অভ্যর্থনা জানান উপস্থিত সাধারণ মানুষ।
এরপর দুপুরে লক্ষ্মীপুরে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে আগামী দিনের বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরেন বিএনপির ঘোষিত মুন্সিগঞ্জ-৩ আসনের এ প্রার্থী। সংবাদ সম্মেলনে রতন জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সুপারিশে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন প্রক্রিয়ায় এক টাকাও লেনদেন হয়নি উল্লেখ করে, তিনি দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলীয় মনোনয়ন কোনো টাকার বিনিময়ে দেন না। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।
তিনি আরও বলেন, মনোনয়নকে কেন্দ্র করে যেসব ব্যক্তি অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন এবং জনভোগান্তি সৃষ্টি করছেন, তাদের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব অবগত। ফলে অপ-প্রচারকারীদের বিষয়ে জবাবদিহিতা নিশ্চিতে কেন্দ্রীয় দলই ব্যবস্থা নেবে বলে তিনি জোরালোভাবে সাংবাদিকদের জানান।
এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। তারা রতনের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেয়া হয়।




















