ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তর চীনে ১০ কিলোমিটার দীর্ঘ রহস্যময় ভূ-ফাটল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

উত্তর চীনের শানসি প্রদেশের শিছি গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝ দিয়ে হঠাৎ করেই দেখা দিয়েছে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ একটি বিশাল ভূ-ফাটল। আকস্মিকভাবে দৃশ্যমান হওয়া এই প্রাকৃতিক ক্ষতচিহ্ন স্থানীয় মানুষের মধ্যে বিস্ময় ও উদ্বেগ দুটোই তৈরি করেছে।

ফাটলটি ঠিক কোন সময় থেকে তৈরি হতে শুরু করেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ভূতত্ত্ববিদদের ধারণা—এটি কোনো সাম্প্রতিক ঘটনা নয়; বরং দীর্ঘ লক্ষ লক্ষ বছরের টেকটোনিক গতিবিধির ফলেই এমন বিশাল ভৌগোলিক কাঠামোর সৃষ্টি হয়।

বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত একটি ড্রোন ভিডিওতে দেখা যায়, ফসলি জমির বুক চিরে গভীর এই ফাটলটি যেন পৃথিবীর গায়ে তৈরি হওয়া এক দীর্ঘ ক্ষতের মতো। আকাশ থেকে ধারণ করা ফুটেজটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভূতত্ত্বের ভাষায় এই ধরনের কাঠামোকে বলা হয় ‘গ্রাবেন’—যেখানে ভূত্বকের একটি অংশ দুই সমান্তরাল চ্যুতির মাঝ দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে যায়। দীর্ঘদিন ধরে প্রসারিত টেকটোনিক শক্তির কারণে ভূমির এমন ধসে যাওয়া উপত্যকা-আকৃতির গঠন তৈরি হয়।

শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিশেষজ্ঞদের মতে, এ ধরনের গ্রাবেন কাঠামো পৃথিবীর ভূত্বকের পরিবর্তন ও গতিশীলতার গুরুত্বপূর্ণ প্রমাণ। যদিও এটি তাত্ক্ষণিক কোনো বিপদের সংকেত নয়, তবে স্থানীয় এলাকার ভূতাত্ত্বিক পরিস্থিতি নিয়ে বাড়তি নজরদারির প্রয়োজনীয়তা তারা উল্লেখ করেছেন।

জনপ্রিয় সংবাদ

এনসিপির নেতৃত্বে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ

উত্তর চীনে ১০ কিলোমিটার দীর্ঘ রহস্যময় ভূ-ফাটল

আপডেট সময় ১০:৩৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

উত্তর চীনের শানসি প্রদেশের শিছি গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝ দিয়ে হঠাৎ করেই দেখা দিয়েছে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ একটি বিশাল ভূ-ফাটল। আকস্মিকভাবে দৃশ্যমান হওয়া এই প্রাকৃতিক ক্ষতচিহ্ন স্থানীয় মানুষের মধ্যে বিস্ময় ও উদ্বেগ দুটোই তৈরি করেছে।

ফাটলটি ঠিক কোন সময় থেকে তৈরি হতে শুরু করেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ভূতত্ত্ববিদদের ধারণা—এটি কোনো সাম্প্রতিক ঘটনা নয়; বরং দীর্ঘ লক্ষ লক্ষ বছরের টেকটোনিক গতিবিধির ফলেই এমন বিশাল ভৌগোলিক কাঠামোর সৃষ্টি হয়।

বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত একটি ড্রোন ভিডিওতে দেখা যায়, ফসলি জমির বুক চিরে গভীর এই ফাটলটি যেন পৃথিবীর গায়ে তৈরি হওয়া এক দীর্ঘ ক্ষতের মতো। আকাশ থেকে ধারণ করা ফুটেজটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভূতত্ত্বের ভাষায় এই ধরনের কাঠামোকে বলা হয় ‘গ্রাবেন’—যেখানে ভূত্বকের একটি অংশ দুই সমান্তরাল চ্যুতির মাঝ দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে যায়। দীর্ঘদিন ধরে প্রসারিত টেকটোনিক শক্তির কারণে ভূমির এমন ধসে যাওয়া উপত্যকা-আকৃতির গঠন তৈরি হয়।

শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিশেষজ্ঞদের মতে, এ ধরনের গ্রাবেন কাঠামো পৃথিবীর ভূত্বকের পরিবর্তন ও গতিশীলতার গুরুত্বপূর্ণ প্রমাণ। যদিও এটি তাত্ক্ষণিক কোনো বিপদের সংকেত নয়, তবে স্থানীয় এলাকার ভূতাত্ত্বিক পরিস্থিতি নিয়ে বাড়তি নজরদারির প্রয়োজনীয়তা তারা উল্লেখ করেছেন।