ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৪ সন্ত্রাসী নিহত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

 

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদদপুষ্ট মোট ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি লক্ষ্য করে দ্রুত ও সমন্বিত তৎপরতা চালানো হয়।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, বেলুচিস্তানের ডেরা বুগতি জেলায় ফিতনা আল-হিন্দুস্তান নামে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির তথ্য পাওয়ার পর অভিযান শুরু করে সেনাবাহিনী। তীব্র বন্দুকযুদ্ধের পর পাঁচ সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জব্দ করা হয়।

এর পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলায় পরিচালিত আরেকটি অভিযানে সাতজন সন্ত্রাসীকে হত্যা করা হয়। একই দিনে লাক্কি মারওয়াত জেলায় আরেক অভিযানে আরও দুইজন সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সাধারণ নাগরিকদের ওপর একাধিক হামলায় জড়িত ছিল। সন্ত্রাসবিরোধী এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর।

সফল অভিযান পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।

জনপ্রিয় সংবাদ

বাবরি মসজিদ তহবিল: হুমায়ুনের বাড়িতে ১১ ট্রাঙ্ক ভর্তি টাকা, অনলাইনে ৯৩ লাখ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৪ সন্ত্রাসী নিহত

আপডেট সময় ০৬:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

 

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদদপুষ্ট মোট ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি লক্ষ্য করে দ্রুত ও সমন্বিত তৎপরতা চালানো হয়।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, বেলুচিস্তানের ডেরা বুগতি জেলায় ফিতনা আল-হিন্দুস্তান নামে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির তথ্য পাওয়ার পর অভিযান শুরু করে সেনাবাহিনী। তীব্র বন্দুকযুদ্ধের পর পাঁচ সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জব্দ করা হয়।

এর পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলায় পরিচালিত আরেকটি অভিযানে সাতজন সন্ত্রাসীকে হত্যা করা হয়। একই দিনে লাক্কি মারওয়াত জেলায় আরেক অভিযানে আরও দুইজন সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সাধারণ নাগরিকদের ওপর একাধিক হামলায় জড়িত ছিল। সন্ত্রাসবিরোধী এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর।

সফল অভিযান পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।