চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার মডেল টাউনসংলগ্ন দীঘিরপাড়ে বিএনপি প্রার্থীর পক্ষে অনুষ্ঠিত উঠান বৈঠকে এক হৃদয়ছোঁয়া দৃশ্যের জন্ম দিলেন সত্তরোর্ধ বৃদ্ধা মমতাজ বেগম।
বহু দিন ধরে তিলে তিলে সঞ্চিত ১০ ও ২০ টাকা নোটের বান্ডিল তিনি তুলে দিলেন চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে। এ টাকা তিনি নির্বাচনি কাজে ব্যয় করার জন্য প্রার্থীকে দিলেন।
উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের চোখে সেই মুহূর্তে দেখা যায় আবেগের ছাপ। তার এই আত্মত্যাগ ও মহতী আচরণ মুহূর্তেই বৈঠকে উপস্থিত নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে বেশ দাগ কাটে। অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
অশ্রুসিক্ত কণ্ঠে মমতাজ বেগম বলেন, বাবা এই টাকাগুলো আমি খুব কষ্টে জমাইছি; কিন্তু এলাকার উন্নয়ন হলে, মানুষের ভালো হলে— এই টাকা জমানো আমার সার্থক হবে। তুমি আমাদের পাশে থাকবা এইটুকুই আশা।
শেখ ফরিদ আহমেদ মানিক বৃদ্ধা মমতাজ বেগমের হাতে হাত রেখে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের এই ভালোবাসাই আমার শক্তি। আমৃত্যু মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি জনগণের পাশে থেকে ন্যায়, উন্নয়ন ও সেবার নতুন অধ্যায় রচনা করতে চান।
বাবুরহাটের স্থানীয় বাসিন্দা হানিফ পাঠান বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও বিশ্বাসই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। একজন বৃদ্ধা তার কষ্টে সঞ্চিত টাকা একজন সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর হাতে তুলে দেওয়া—এটি শুধু একটি সহানুভূতির ঘটনা নয়; বরং মানুষের প্রত্যাশা ও আশার প্রতিফলন বলে জানান।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন তুলেছে।


























