ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোদির বদলে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব?: গ্রে ফ তা রে র আ শ ঙ্কা য় ভারতীয় গায়িকা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৫৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশ্ন তোলায় আইনি জটিলতায় পড়েছেন ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌর। শুক্রবার (৬ ডিসেম্বর) এলাহাবাদ হাইকোর্ট তার আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছে। ফলে যেকোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট নেহা সিংহ রাঠৌরের করা আগাম জামিনের আবেদনটি নাকচ করে দিয়েছে। মূলত পেহেলগাম হামলা ইস্যুতে মোদিকে দায়ী করে মন্তব্য করার পর লখনৌসহ রাজ্যের বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। এসব আইনি ঝামেলা থেকে রক্ষা পেতে তিনি আগাম জামিন চাইলে তা গ্রহণযোগ্য হয়নি।

চলতি বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার ও মোদিকে দায়ী করেছিলেন নেহা।

তিনি প্রশ্ন তুলেছিলেন, সরকারের কাছে আমি কী নিয়ে প্রশ্ন তুলব? শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলো এখন আর গুরুত্ব পাচ্ছে না। দেশে জাতীয়তাবাদের রাজনীতি আর হিন্দু-মুসলিম বিভেদ যখন তুঙ্গে, তখন মানুষ প্রাণ হারাচ্ছে। আমি কি তবে সরকারের (মোদির) বদলে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব? কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি এবং ধর্মের ওপর ভিত্তি করে দেশ চলছে।

তার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং সরকার সমর্থকরা আইনি ব্যবস্থা নেয়।

নিজের মন্তব্যের পক্ষে ব্যাখ্যা দিয়ে নেহা সিংহ রাঠৌর দাবি করেছেন, একজন স্বাধীন নাগরিক হিসেবে সরকারের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তার রয়েছে। পেহেলগামে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন তিনি। জানান, তিনি কোনো উস্কানিমূলক গান গাননি, কেবল প্রশ্ন তুলেছিলেন। তবে আদালত তার জামিন না দিয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত

মোদির বদলে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব?: গ্রে ফ তা রে র আ শ ঙ্কা য় ভারতীয় গায়িকা

আপডেট সময় ১২:৫৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশ্ন তোলায় আইনি জটিলতায় পড়েছেন ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌর। শুক্রবার (৬ ডিসেম্বর) এলাহাবাদ হাইকোর্ট তার আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছে। ফলে যেকোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট নেহা সিংহ রাঠৌরের করা আগাম জামিনের আবেদনটি নাকচ করে দিয়েছে। মূলত পেহেলগাম হামলা ইস্যুতে মোদিকে দায়ী করে মন্তব্য করার পর লখনৌসহ রাজ্যের বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। এসব আইনি ঝামেলা থেকে রক্ষা পেতে তিনি আগাম জামিন চাইলে তা গ্রহণযোগ্য হয়নি।

চলতি বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার ও মোদিকে দায়ী করেছিলেন নেহা।

তিনি প্রশ্ন তুলেছিলেন, সরকারের কাছে আমি কী নিয়ে প্রশ্ন তুলব? শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলো এখন আর গুরুত্ব পাচ্ছে না। দেশে জাতীয়তাবাদের রাজনীতি আর হিন্দু-মুসলিম বিভেদ যখন তুঙ্গে, তখন মানুষ প্রাণ হারাচ্ছে। আমি কি তবে সরকারের (মোদির) বদলে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব? কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি এবং ধর্মের ওপর ভিত্তি করে দেশ চলছে।

তার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং সরকার সমর্থকরা আইনি ব্যবস্থা নেয়।

নিজের মন্তব্যের পক্ষে ব্যাখ্যা দিয়ে নেহা সিংহ রাঠৌর দাবি করেছেন, একজন স্বাধীন নাগরিক হিসেবে সরকারের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তার রয়েছে। পেহেলগামে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন তিনি। জানান, তিনি কোনো উস্কানিমূলক গান গাননি, কেবল প্রশ্ন তুলেছিলেন। তবে আদালত তার জামিন না দিয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে।