নরসিংদীর মনোহরদীতে টানা ৪০ দিন মসজিদে গিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করায় ৩৭ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দিয়েছে আল-ইহদা ফাউন্ডেশন। আগামী প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে অনুপ্রাণিত করা ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ উদ্যোগ নেওয়া হয়।
শনিবার বিকেলে শুকুন্দী ইউনিয়নের সাভারদিয়া ঈদগাহ মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান সজিব। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও ধর্মীয় নেতারাও অনুষ্ঠানে যোগ দেন।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর প্রজন্মের অনেক শিশু-কিশোর নৈতিক ও ধর্মীয় চর্চা থেকে দূরে সরে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আকর্ষণীয় পুরস্কার দিয়ে তাদের মসজিদমুখী করা কার্যকর ভূমিকা রাখবে এবং কিশোর অপরাধ, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সহায়তা করবে।
পুরস্কার পাওয়া শিশু-কিশোররা জানায়, প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মসজিদে যাওয়া প্রথমে কঠিন মনে হলেও পরে তা অভ্যাসে পরিণত হয় এবং এতে তারা আনন্দও পায়। সাইকেল উপহার পাওয়া তাদের আরও উৎসাহিত করেছে ভবিষ্যতে নিয়মিত নামাজ আদায় করতে।
অভিভাবকেরা জানান, সন্তানদের ধর্মীয় চর্চায় উদ্বুদ্ধ করতে এ আয়োজন যে ইতিবাচক প্রভাব ফেলেছে, তা ঘরের চেষ্টার চেয়েও বেশি। তারা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ আরও বিস্তৃত হবে।
আল-ইহদা ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
স্থানীয়ভাবে ব্যতিক্রমী এই উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে এবং শিশু-কিশোরদের জন্য অনুপ্রেরণাদায়ী কার্যক্রম হিসেবে প্রশংসা কুড়িয়েছে।


























