পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার ‘লাখো কণ্ঠে কোরআন পাঠ’-এর বিশাল ধর্মীয় আয়োজনে নামছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তার ঘোষণায় মুর্শিদাবাদের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
হুমায়ুন কবির জানান, মুর্শিদাবাদের কোনো স্থানে বিশাল প্যান্ডেল করে লাখো মুসলিমকে নিয়ে কোরআন পাঠের আয়োজন করা হবে এবং শেষে অংশগ্রহণকারীদের জন্য মাংস-ভাতের ভোজ থাকবে। এই কর্মসূচির পরই নতুন বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। তার দাবি, মুসলিম ভোটারদের ঐক্যবদ্ধ করতেই এই উদ্যোগ।
গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙা ২ নম্বর ব্লকের ছেতিয়ানিতে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির। তিনি বলেন, এতে তিনি কোনো অসাংবিধানিক কাজ করেননি এবং হাইকোর্টও এ বিষয়ে কোনো অসাংবিধানিকতার অভিযোগ স্বীকার করেনি।
তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত এই বিধায়ক বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছেন—তার বিরুদ্ধে মুসলিম সমাজ কোনো প্রতিবাদ করেনি। তবে বাবরি মসজিদ আবারও নির্মাণ হবে এবং কোনো শক্তি এটিকে থামাতে পারবে না বলেও তিনি জোর দেন। তার এই উদ্যোগকে মুসলিম ভোটব্যাংকে প্রভাব বিস্তারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, একই সময়ে কলকাতার ব্রিগেড পারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে ‘পঞ্চ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠিত হয়েছে, যা হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফলে দুই ধর্মীয় আয়োজনকে ঘিরে পশ্চিমবঙ্গে ধর্ম ও রাজনীতির সংযোগ নির্বাচনকে আরও উত্তপ্ত করে তুলছে।

























