চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আরও ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ। নতুন এই পেঁয়াজ আমদানির পর বাজারে কেজিতে দাম আরো ১০ টাকা কমেছে। ফলে স্থানীয় বাজারে পেঁয়াজ এখন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, সোমবার (৮ ডিসেম্বর) আরও ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে।
তিনি আরও জানান, নতুন করে এই বন্দর দিয়ে ১০ জন ব্যবসায়ীর বিপরীতে ২৭টি আইপি ইস্যু হয়েছে এবং ২৯৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে সরকার সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পর সোনামসজিদ বন্দর দিয়ে ৩০ জন ব্যবসায়ীর বিপরীতে ৩০টি আইপি ইস্যু হয়েছে এবং ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও সোমবার দুইজন আমদানিকারক ৬০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি করেছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৯ সেপ্টেম্বর সর্বশেষ ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছিল।






















