ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জনগণ আর চাঁদাবাজ-খুনিদের সহযোগী হবে না: চরমোনাই পীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা এ দেশের মাটিতেই জন্মেছি, এ দেশই আমাদের। দেশের ভালো-মন্দের সঙ্গে আমরা সবাই জড়িত। মুখরোচক বক্তৃতা আর ভেতরে-বাইরে ভিন্ন চেহারা দেখিয়ে আমাদের আর ধোঁকা দেওয়া যাবে না। আমরা যেন আর চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী না হই। আল্লাহ যেন সবাইকে ইসলামের কল্যাণে কাজ করার তৌফিক দেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় রূপসার পালেরহাট মাঠে ইসলামী আন্দোলনের উপজেলা শাখা আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ৫ আগস্টের পর দেশ স্বাধীনভাবে দাঁড়ানোর একটি সুযোগ আল্লাহ দিয়েছেন। ইসলামের শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ এসেছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্টেশন দখলকারী, দেশের টাকা বিদেশে পাচারকারী এবং বিদেশের তাবেদারি করে আমাদের ওপর গোলামের শিকল পরানো শক্তিগুলোর থেকে মুক্তি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নিয়ে কলঙ্কজনক ইতিহাস লিখবে।

চরমোনাই পীর বলেন, আমরা বারবার কয়েকটি দলের কাছে জিম্মি হয়েছি। অনেকেই বারবার ইসলামবিরোধী শক্তিকে সমর্থন করেছেন। আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির রাজনীতি দেখেছি- ইসলামকে দেখিনি। হাতপাখা শান্তির প্রতীক, সেই শান্তির প্রতীক ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদের হাতে তুলে দিলাম।

সমাবেশে শেখ মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনার রশিদের পরিচালনায় বক্তব্য দেন দলের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা আবু সাঈদ, আব্দুল্লাহ ইমরান, মুফতি মুজিবুর রহমান, শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, সাবেক শিবির নেতা স. ম. এনামুল হক, মুফতি আশরাফুল ইসলাম, আব্দুল করিম জমাদ্দার, হাফিজুর রহমান, মাওলানা ইমরান আলী, নাসিরুল্লাহ হুসাইন, শফিকুল ইসলাম, আব্দুর রহিম, সেলিম সরদার, নাজমুল সাকিব, হেলাল উদ্দিন শিকারী, জামাল উদ্দিন, মিজানুর রহমান, রাতুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, হুমায়ুন কবির মল্লিক, রেজাউল কবি খান, আব্দুল্লাহ ইমরান, আব্দুস সাত্তার হালদার, তাওহিদুল ইসলাম, মামুন আব্দুর রকিব, মুফতি ফজলু আবু তাহের, ইমরান আহমেদ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করছেন আজ

জনগণ আর চাঁদাবাজ-খুনিদের সহযোগী হবে না: চরমোনাই পীর

আপডেট সময় ১১:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা এ দেশের মাটিতেই জন্মেছি, এ দেশই আমাদের। দেশের ভালো-মন্দের সঙ্গে আমরা সবাই জড়িত। মুখরোচক বক্তৃতা আর ভেতরে-বাইরে ভিন্ন চেহারা দেখিয়ে আমাদের আর ধোঁকা দেওয়া যাবে না। আমরা যেন আর চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী না হই। আল্লাহ যেন সবাইকে ইসলামের কল্যাণে কাজ করার তৌফিক দেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় রূপসার পালেরহাট মাঠে ইসলামী আন্দোলনের উপজেলা শাখা আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ৫ আগস্টের পর দেশ স্বাধীনভাবে দাঁড়ানোর একটি সুযোগ আল্লাহ দিয়েছেন। ইসলামের শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ এসেছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্টেশন দখলকারী, দেশের টাকা বিদেশে পাচারকারী এবং বিদেশের তাবেদারি করে আমাদের ওপর গোলামের শিকল পরানো শক্তিগুলোর থেকে মুক্তি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নিয়ে কলঙ্কজনক ইতিহাস লিখবে।

চরমোনাই পীর বলেন, আমরা বারবার কয়েকটি দলের কাছে জিম্মি হয়েছি। অনেকেই বারবার ইসলামবিরোধী শক্তিকে সমর্থন করেছেন। আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির রাজনীতি দেখেছি- ইসলামকে দেখিনি। হাতপাখা শান্তির প্রতীক, সেই শান্তির প্রতীক ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদের হাতে তুলে দিলাম।

সমাবেশে শেখ মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনার রশিদের পরিচালনায় বক্তব্য দেন দলের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা আবু সাঈদ, আব্দুল্লাহ ইমরান, মুফতি মুজিবুর রহমান, শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, সাবেক শিবির নেতা স. ম. এনামুল হক, মুফতি আশরাফুল ইসলাম, আব্দুল করিম জমাদ্দার, হাফিজুর রহমান, মাওলানা ইমরান আলী, নাসিরুল্লাহ হুসাইন, শফিকুল ইসলাম, আব্দুর রহিম, সেলিম সরদার, নাজমুল সাকিব, হেলাল উদ্দিন শিকারী, জামাল উদ্দিন, মিজানুর রহমান, রাতুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, হুমায়ুন কবির মল্লিক, রেজাউল কবি খান, আব্দুল্লাহ ইমরান, আব্দুস সাত্তার হালদার, তাওহিদুল ইসলাম, মামুন আব্দুর রকিব, মুফতি ফজলু আবু তাহের, ইমরান আহমেদ প্রমুখ।