ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে টাকা ফেরত দিতেই হবে’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

 

৫ আগস্টের আন্দোলনের পর বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে সেই টাকা ফেরত দিতে বাধ্য করা হবে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় কালিগঞ্জের উভাকুড় হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী মো. আলাউদ্দীন বলেন, ‘৫ আগস্টের পরে আমার গায়ে সামান্যতম কোনো কালির দাগ নেই। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান কোনো ভাইয়ের কাছ থেকে এক টাকাও চাঁদা নিয়ে থাকে, সে টাকা আমি ফেরত নিয়েই ছাড়ব, ইনশাল্লাহ।’

তিনি বলেন, জুলাই আন্দোলনে তিনি ৩ আগস্ট নেতৃত্ব দিয়েছেন এবং ৫ আগস্ট বিজয় মিছিলে অংশ নিয়েছেন।

স্থানীয় মানুষকে উদ্দেশ করে মো. আলাউদ্দীন আরও বলেন, ‘আগের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ধানের শীষকে জয়ী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।’

উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম শান্ত, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অশোক কুমার রায়, সাবেক শিক্ষক তারকনাথ, সাবেক ইউপি সদস্য দুলাল চন্দ্র ঘোষসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বৈঠকে উপস্থিত স্থানীয়রা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করছেন আজ

‘বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে টাকা ফেরত দিতেই হবে’

আপডেট সময় ১১:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

 

৫ আগস্টের আন্দোলনের পর বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে সেই টাকা ফেরত দিতে বাধ্য করা হবে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় কালিগঞ্জের উভাকুড় হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী মো. আলাউদ্দীন বলেন, ‘৫ আগস্টের পরে আমার গায়ে সামান্যতম কোনো কালির দাগ নেই। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান কোনো ভাইয়ের কাছ থেকে এক টাকাও চাঁদা নিয়ে থাকে, সে টাকা আমি ফেরত নিয়েই ছাড়ব, ইনশাল্লাহ।’

তিনি বলেন, জুলাই আন্দোলনে তিনি ৩ আগস্ট নেতৃত্ব দিয়েছেন এবং ৫ আগস্ট বিজয় মিছিলে অংশ নিয়েছেন।

স্থানীয় মানুষকে উদ্দেশ করে মো. আলাউদ্দীন আরও বলেন, ‘আগের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ধানের শীষকে জয়ী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।’

উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম শান্ত, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অশোক কুমার রায়, সাবেক শিক্ষক তারকনাথ, সাবেক ইউপি সদস্য দুলাল চন্দ্র ঘোষসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বৈঠকে উপস্থিত স্থানীয়রা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।