ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের সময় দুই কর্মী আটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

 

শরীয়তপুর সদর হাসপাতালে ময়লার ভ্যান ব্যবহার করে সরকারি ওষুধ পাচারের সময় দুই পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে হাসপাতালের ময়লা বহনকারী ভ্যানগাড়িটি বের হওয়ার সময় সন্দেহ হলে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে বাধা দেওয়ার চেষ্টা করা হলেও পরে বস্তা খুলে পাওয়া যায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ। উদ্ধার হওয়া ওষুধের মধ্যে ছিল প্রায় ৮ হাজার ৭৫০ পিস ভিটামিন ট্যাবলেট, সিরিঞ্জ, সরকারি সিলযুক্ত অন্যান্য চিকিৎসা সামগ্রী।

আনসার সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে পালং মডেল থানার পুলিশ এসে তুবেল হরিজন (৩৫) এবং ইবাদুল মিয়া (৫৫) নামে দুই পরিচ্ছন্নতা কর্মীকে আটক করে। জিজ্ঞাসাবাদে তুবেল হরিজন জানান, হাসপাতালের ফার্মেসিতে কর্মরত বিকাশ কুমার তাদের এসব ওষুধ বাইরে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর। তারা কত দিন ধরে এভাবে পাচার করছে, তা খতিয়ে দেখা হবে। আগামীকালই একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূলহোতাদের শনাক্ত করা হবে।

পালং মডেল থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করছেন আজ

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের সময় দুই কর্মী আটক

আপডেট সময় ১১:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

 

শরীয়তপুর সদর হাসপাতালে ময়লার ভ্যান ব্যবহার করে সরকারি ওষুধ পাচারের সময় দুই পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে হাসপাতালের ময়লা বহনকারী ভ্যানগাড়িটি বের হওয়ার সময় সন্দেহ হলে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে বাধা দেওয়ার চেষ্টা করা হলেও পরে বস্তা খুলে পাওয়া যায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ। উদ্ধার হওয়া ওষুধের মধ্যে ছিল প্রায় ৮ হাজার ৭৫০ পিস ভিটামিন ট্যাবলেট, সিরিঞ্জ, সরকারি সিলযুক্ত অন্যান্য চিকিৎসা সামগ্রী।

আনসার সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে পালং মডেল থানার পুলিশ এসে তুবেল হরিজন (৩৫) এবং ইবাদুল মিয়া (৫৫) নামে দুই পরিচ্ছন্নতা কর্মীকে আটক করে। জিজ্ঞাসাবাদে তুবেল হরিজন জানান, হাসপাতালের ফার্মেসিতে কর্মরত বিকাশ কুমার তাদের এসব ওষুধ বাইরে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর। তারা কত দিন ধরে এভাবে পাচার করছে, তা খতিয়ে দেখা হবে। আগামীকালই একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূলহোতাদের শনাক্ত করা হবে।

পালং মডেল থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।