ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসাধীন অবস্থায় চবি ছাত্রদল নেতার মৃত্যু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দলীয় সভা শেষে রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আরিফ। পথিমধ্যে চারিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চান্দের গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি তিন দিন চিকিৎসাধীন ছিলেন।

চবি ছাত্রদলের নেতারা জানান, আরিফকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যায়। সর্বশেষ তাকে মঙ্গলবার চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চমেকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘আমরা জানতে পেরেছি আমাদের ছোট ভাই আরিফ মারা গেছে। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। আমরা তাকে দেখার জন্য হাসপাতালের দিকে যাচ্ছি।’

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান হোসেন চৌধুরী (৪২)। ওই সময় গুরুতর আহত হয়েছিলেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ।

 

জনপ্রিয় সংবাদ

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করছেন আজ

চিকিৎসাধীন অবস্থায় চবি ছাত্রদল নেতার মৃত্যু

আপডেট সময় ১১:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দলীয় সভা শেষে রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আরিফ। পথিমধ্যে চারিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চান্দের গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি তিন দিন চিকিৎসাধীন ছিলেন।

চবি ছাত্রদলের নেতারা জানান, আরিফকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যায়। সর্বশেষ তাকে মঙ্গলবার চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চমেকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘আমরা জানতে পেরেছি আমাদের ছোট ভাই আরিফ মারা গেছে। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। আমরা তাকে দেখার জন্য হাসপাতালের দিকে যাচ্ছি।’

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান হোসেন চৌধুরী (৪২)। ওই সময় গুরুতর আহত হয়েছিলেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ।