ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদে’ আজ প্রথম জুমা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:২৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় প্রস্তাবিত ‘বাবরি মসজিদে’ আজ প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বছরের রাজ্য নির্বাচনের আগে সংখ্যালঘু রাজনীতিতে ঘটনাটিকে এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। প্রথম জুমার নামাজকে ঘিরে বেলডাঙ্গা এলাকায় কয়েকদিন ধরেই চলছে ব্যাপক প্রস্তুতি, আর ভোর থেকেই এলাকায় ভিড় করছেন হাজারো মুসল্লি।

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, গত শনিবারই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিদ্রোহী এমএলএ হুমায়ুন কবির। ইসলামে জুমার গুরুত্ব অনস্বীকার্য হওয়ায় প্রথম নামাজে মানুষের ঢল নেমেছে। নামাজের পর অন্তত এক হাজার মানুষের খাবারের ব্যবস্থাও করা হয়েছে। মসজিদের পাশে খিচুড়ি রান্না ও সবজি কাটার কর্মযজ্ঞ চলছে; মানবিক দানে সংগৃহীত ইটের স্তূপও সেখানে দেখা যাচ্ছে। আয়োজকদের ধারণা, আজকের জুমায় লাখো মানুষের সমাগম হতে পারে।

উল্লেখ্য, অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের দিন ৬ ডিসেম্বরই হুমায়ুন কবির মুর্শিদাবাদে একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি ঘোষণা করেছেন, ২০২৬ সালে ২৯৪ আসনের মধ্যে ১৩৫টিতে প্রার্থী দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মুসলিম ভোটব্যাংক শেষ’ করবেন। নিজেকে ‘কিংমেকার’ দাবি করে তিনি এআইএমআইএম-এর সঙ্গে জোটের কথাও বলেন, যদিও এআইএমআইএম এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।

তৃণমূল কংগ্রেস কবিরকে বরখাস্ত করে জানিয়েছে, তারা ধর্মনিরপেক্ষ নীতিতে বিশ্বাসী। অন্যদিকে বিজেপি হুমায়ুন কবিরের এই উদ্যোগকে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা বলে মন্তব্য করেছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপি প্রার্থীর সভায় আ. লীগ নেত্রী বললেন—১৭ বছর বিএনপি ছিল না, তাই উন্নয়ন হয়নি

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদে’ আজ প্রথম জুমা

আপডেট সময় ০২:২৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় প্রস্তাবিত ‘বাবরি মসজিদে’ আজ প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বছরের রাজ্য নির্বাচনের আগে সংখ্যালঘু রাজনীতিতে ঘটনাটিকে এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। প্রথম জুমার নামাজকে ঘিরে বেলডাঙ্গা এলাকায় কয়েকদিন ধরেই চলছে ব্যাপক প্রস্তুতি, আর ভোর থেকেই এলাকায় ভিড় করছেন হাজারো মুসল্লি।

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, গত শনিবারই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিদ্রোহী এমএলএ হুমায়ুন কবির। ইসলামে জুমার গুরুত্ব অনস্বীকার্য হওয়ায় প্রথম নামাজে মানুষের ঢল নেমেছে। নামাজের পর অন্তত এক হাজার মানুষের খাবারের ব্যবস্থাও করা হয়েছে। মসজিদের পাশে খিচুড়ি রান্না ও সবজি কাটার কর্মযজ্ঞ চলছে; মানবিক দানে সংগৃহীত ইটের স্তূপও সেখানে দেখা যাচ্ছে। আয়োজকদের ধারণা, আজকের জুমায় লাখো মানুষের সমাগম হতে পারে।

উল্লেখ্য, অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের দিন ৬ ডিসেম্বরই হুমায়ুন কবির মুর্শিদাবাদে একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি ঘোষণা করেছেন, ২০২৬ সালে ২৯৪ আসনের মধ্যে ১৩৫টিতে প্রার্থী দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মুসলিম ভোটব্যাংক শেষ’ করবেন। নিজেকে ‘কিংমেকার’ দাবি করে তিনি এআইএমআইএম-এর সঙ্গে জোটের কথাও বলেন, যদিও এআইএমআইএম এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।

তৃণমূল কংগ্রেস কবিরকে বরখাস্ত করে জানিয়েছে, তারা ধর্মনিরপেক্ষ নীতিতে বিশ্বাসী। অন্যদিকে বিজেপি হুমায়ুন কবিরের এই উদ্যোগকে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা বলে মন্তব্য করেছে।